শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে শিরোপার কাছে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে শিরোপার কাছে বাংলাদেশ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬



পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে শিরোপার কাছে বাংলাদেশ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল। আজ পাকিস্তানের বিপক্ষে ৯–১ গোলের বিশাল জয় তুলে নিয়ে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে সাবিনা খাতুনের দল।

এর আগে গতকাল পুরুষ ফুটসাল টুর্নামেন্টে পাকিস্তানের কাছে ৫–১ গোলে হেরে যায় বাংলাদেশ। সেই হতাশার জবাব আজ দাপটের সঙ্গে দিয়েছে নারী দল।

সাফ নারী ও পুরুষ উভয় ফুটসাল টুর্নামেন্টেই ৭টি দেশ অংশ নিচ্ছে। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে, যেখানে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই চ্যাম্পিয়ন হবে। পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশ ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

আজ দিনের শেষ ম্যাচে ভারত ও ভুটানের খেলা ড্র হলে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়ে যাবে। তবে ম্যাচটি ড্র না হলে বাংলাদেশের চ্যাম্পিয়ন হতে মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে হবে। শেষ ম্যাচে বাংলাদেশ হারলেও যদি ভারত জিতে দুই দলের পয়েন্ট সমান হয় (১৩), সেক্ষেত্রে হেড-টু-হেডে এগিয়ে থাকায় বাংলাদেশই চ্যাম্পিয়ন হবে।

আজকের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধেই ৬–০ গোলে এগিয়ে যায় দলটি, যা চলতি টুর্নামেন্টে কোনো দলের প্রথমার্ধে সর্বোচ্চ গোল। অধিনায়ক সাবিনা খাতুন গোলের সূচনা ও সমাপ্তি করেন প্রথমার্ধে। মাঝখানে নুসরাত জোড়া গোল করেন, আর নীলা ও কৃষ্ণা একটি করে গোল যোগ করেন।

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের দাপট অব্যাহত থাকে। পাকিস্তান একটি সান্ত্বনাসূচক গোল পেলেও আরও তিনটি গোল হজম করে। দ্বিতীয়ার্ধে অধিনায়ক সাবিনা খাতুন আরও দুটি গোল করেন এবং কৃষ্ণা করেন নিজের দ্বিতীয় গোল।

পুরো ম্যাচজুড়েই বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনের প্রশংসা করেন ধারাভাষ্যকাররা। নেতৃত্ব, গোল করা ও মাঠে নিয়ন্ত্রণ সব দিক থেকেই ম্যাচে ছিলেন অনন্য। বাংলাদেশ নারী ফুটসাল দলের এই দাপুটে জয় শিরোপা জয়ের আশা আরও উজ্জ্বল করেছে।

বাংলাদেশ সময়: ১৬:২৭:২৬   ৯ বার পঠিত