
রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে হাংকুর এলাকায় জামায়াতে ইসলামীর কার্যালয় বন্ধ করতে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি সভাপতির বিরুদ্ধে।
ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন জামায়াতের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছেন জামায়াত ইসলামীর কর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে হাংকুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও জামায়াতে দাউদপুর ইউনিয়নের একটি টিনশেড ঘরে জামায়াতে ইসলামী তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি অস্থায়ী অফিস স্থাপন করে। সেখানে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের জামায়াতে ইসলামীর সংসদ-সদস্য পদপ্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লার ছবি সংবলিত ব্যানার টানানো হয়।
রোববার সকালে জামায়াত কর্মীরা অফিসে যাওয়ার পর দেখতে পান, কার্যালয়ের মূল প্রবেশপথ অবরোধ করে ট্রাকভর্তি মোটা বালু ও ইটের স্তূপ ফেলে রাখা হয়েছে। এতে কার্যালয়ে ঢোকা বা কোনো প্রচার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। অভিযোগ উঠেছে, শনিবার রাতে স্থানীয় বিএনপির একদল নেতাকর্মী এই কাজ করেছেন যাতে জামায়াত ওই এলাকায় কোনো রাজনৈতিক তৎপরতা চালাতে না পারে।
জামায়াত কর্মীদের অভিযোগ, অ্যাডভোকেট হেলাল উদ্দিনের সরাসরি নির্দেশে এই প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। তিনি এলাকায় জামায়াতের কোনো অফিস থাকতে দেওয়া হবে না বলে শনিবার রাতে প্রকাশ্যে হুমকি দিয়েছেন এবং নেতাকর্মীদের ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
বিএনপির সভাপতি অ্যাড. হেলাল উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ইট এবং বালুকে রেখে গেছে আমার জানা নেই।
বাংলাদেশ সময়: ২৩:২৬:৩৮ ৬ বার পঠিত