মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে প্রশাসনের উচ্ছেদ অভিযান

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে প্রশাসনের উচ্ছেদ অভিযান
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬



দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে প্রশাসনের উচ্ছেদ অভিযান

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে অবৈধ বালু উত্তোলন, সরকারি জমি দখল এবং ঔষধ আইনের লঙ্ঘনের দায়ে জেল-জরিমানাসহ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারিবিল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে অভিযান চালায় মোবাইল কোর্ট। এসময় হাতেনাতে তিন ব্যক্তিকে আটক করা হয়। আইন অমান্য করে বালু উত্তোলনের দায়ে আটককৃত প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অন্যদিকে, উপজেলার সুগারমিল বাজার এলাকায় ঔষধ প্রশাসন ও মোবাইল কোর্টের যৌথ তদারকিতে একটি ফার্মেসিতে তল্লাশি চালানো হয়। সেখানে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল (চিকিৎসকদের জন্য সংরক্ষিত নমুনা ঔষধ) মজুত রাখার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ফার্মেসিকে ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা করা হয়।

বকশীগঞ্জে সরকারি জমি উদ্ধার ও ড্রেজার ধ্বংস
একই দিনে বকশীগঞ্জ উপজেলায় বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে নদী শ্রেণির সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। এর মাধ্যমে প্রায় ৬৬ শতাংশ জমি দখলমুক্ত করে সরকারি নিয়ন্ত্রণে আনা হয়।

এছাড়া, বগারচর ইউনিয়নের জিঞ্জিরাম নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় প্রশাসন। অভিযানকালে নদীতে অবৈধভাবে স্থাপিত দুইটি ড্রেজার মেশিন এবং বিপুল পরিমাণ পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩৬   ৮ বার পঠিত