মীরজাফরদের ঠাঁই বিএনপিতে নেই: মান্নান

প্রথম পাতা » ছবি গ্যালারী » মীরজাফরদের ঠাঁই বিএনপিতে নেই: মান্নান
রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬



মীরজাফরদের ঠাঁই বিএনপিতে নেই: মান্নান

“ধানের শীষের বিজয় হলে এ দেশের নিপীড়িত মানুষের বিজয় হবে’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “গত ১৭ বছর ধরে এ দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমরণ আন্দোলন-সংগ্রাম করে গেছেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।”

গণসংযোগে বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতাকর্মীদের প্রতি সতর্কবার্তা দিয়ে মান্নান বলেন, “যেসব বিএনপির নেতাকর্মী দিনের বেলায় ধানের শীষ প্রতীক নিয়ে থাকেন, আর রাতের আঁধারে অন্য প্রার্থীদের পক্ষে কাজ করেন, তাদের চিহ্নিত করা হচ্ছে। সময় থাকতে সাবধান হয়ে যান। না হলে আপনাদের পতন অনিবার্য।”

তিনি আরও বলেন, “এ ধরনের ব্যক্তিরা কখনোই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক হতে পারে না।”

তাদের ‘মীরজাফর’ উল্লেখ করে তিনি বলেন, মীরজাফরদের ঠাঁই বিএনপিতে নেই। সাধারণ মানুষও তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, মহানগর যুবদলের সদস্যসচিব শাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, সদস্য শহিদুল ইসলাম ও জুয়েল রানা, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সিদ্ধিরগঞ্জ থানা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা তৈয়ব আল হোসাইন, জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কবির হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান শিপন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সম্রাট আকবরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ০:০০:২৫   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মীরজাফরদের ঠাঁই বিএনপিতে নেই: মান্নান
পাকিস্তানে ‘ভারতসমর্থিত’ ৯৯ সন্ত্রাসী নিহত
শহরকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি আবুল কালামের
মাদক ও সন্ত্রাসমুক্ত আড়াইহাজার গড়ে তুলবো: হাফিজুল ইসলাম
রূপগঞ্জে কোনো মাদকের ব্যবসা হবে না: দিপু ভূঁইয়া
নির্বাচনে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে: এসপি মিজানুর
সবাই যদি আইন মেনে নির্বাচন করেন তাহলে ইতিহাসে হয়ে থাকবে- ডিসি
বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির অনন্য দৃষ্টান্ত : আমীর খসরু
সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ