যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (ইঞ্জি./সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সকল ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।
যবিপ্রবিতে এ বছর সাতটি অনুষদের ৭৯৫টি আসনের বিপরীতে ছয়টি ইউনিটে ৩৮ হাজার ২৩৯ জন পরীক্ষার্থী আবেদন করেন। এরমধ্যে ২৯ হাজার ৩৪ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন। এবারের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ছিলেন মোট আবেদনকারীদের মধ্যে প্রায় ৭৬ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
‘এ’ ইউনিটে ২৫০টি আসনের বিপরীতে ১২ হাজার ৯৫৪ জন ভর্তি পরীক্ষার্থী আবেদন করেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন ৯২৭০ জন ভর্তি পরীক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ১২০৯ জন শিক্ষার্থী। ‘এ’ ইউনিটের পাসের হার প্রায় ১৩ শতাংশ।
‘বি’ ইউনিটে ১৬০টি আসনের বিপরীতে ১১ হাজার ৯৫৭ জন ভর্তি পরীক্ষার্থী আবেদন করেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন ৯৪০১ জন পরীক্ষার্থী। পাস করেছেন ৪৭৪৫ জন। ‘বি’ ইউনিটের পাসের হার প্রায় ৫০ শতাংশ।
‘সি’ ইউনিটে ২০৫টি আসনের বিপরীতে ৮ হাজার ৩৪০ জন ভর্তি পরীক্ষার্থী আবেদন করেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন ৭০৬০ জন। পাস করেছেন ১৫২৮ জন। ‘সি’ ইউনিটের পাসের হার প্রায় ২২ শতাংশ।
‘ই’ ইউনিটে ৪০টি আসনের বিপরীতে ৬৭৬ জন আবেদন করেন। আর ৪৯০ জন ভর্তি পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৮৭ জন। ‘ই’ ইউনিটের পাসের হার প্রায় ১৮ শতাংশ। আগামী ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ডি ইউনিটে ৪০টি আসনের বিপরীতে ১ হাজার ৭৬৮ জন ভর্তি পরীক্ষার্থী আবেদন করেন। এরমধ্যে উপস্থিত ছিলেন ৯৫৭ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৪৯৫ জন। ডি ইউনিটের পাসের হার প্রায় ৫২ শতাংশ।
এফ ইউনিটে ১০০টি আসনের বিপরীতে ২ হাজার ৫৪২ জন ভর্তি পরীক্ষার্থী আবেদন করেন। এরমধ্যে উপস্থিত ছিলেন ১ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৫৪০ জন। এরমধ্যে বাণিজ্য বিভাগ থেকে ৫০০ জন, বিজ্ঞান বিভাগ থেকে ২৩ জন এবং মানবিক থেকে ১৭ জন। এফ ইউনিটের পাসের হার ২৯ শতাংশ।
বাংলাদেশ সময়: ১২:২৪:৪৫ ৪৯৩ বার পঠিত