যশোরের চৌগাছার ফেনসিডিলসহ রফিকুল ইসলাম রফিক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে চৌগাছার ধুলিয়ানী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রফিক উপজেলার দিঘলসিংহা গ্রামের আহসান উল্লার ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে এসআই আকিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের সময় রফিকের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তার নামে চৌগাছা থানায় একটি নাশকতাসহ একটি মাদক মামলা রয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে সোমবার থানায় আরও একটি মাদক মামলা (নং- ১৭) হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:০৪:১৬ ২৬০ বার পঠিত