
নিউজটুনারায়ণগঞ্জঃ ফের একবার তোপের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দেশে অর্থনৈতিক স্থবিরতা এবং অশান্তির জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং টিডিপি প্রেসিডেন্ট এন. চন্দ্রবাবু নাইডু বৃহস্পতিবার স্পষ্ট জানালেন, নরেন্দ্র মোদী বাদ দিয়ে যে কেউ প্রধানমন্ত্রী হিসেবে ভালো৷
তিনি আরও বলেন, মোদীর নেতিবাচক ভাবভঙ্গি আর্থিক এবং সামাজিক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করছে৷ কিছু সাংবাদিকদের সামনে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি সরাসরি মোদীকে আক্রমণ করে বলেন, ‘কোনও উন্নতি নেই, কোনও স্বাধীনতা নেই, কোনও শান্তি নেই’৷
নাইডু এও দাবি করেন, তিনিই প্রথম যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেন৷ তিনি মনে করেছিলেন যে, মোদী বদলে গিয়েছেন৷ সবাই তাই ভেবেছিল এবং এভাবেই বিজেপি ২০১৪-তে তার শক্তি বৃদ্ধি করেছিল৷
টিডিপি প্রধান বলেন, প্রধানমন্ত্রী মোদী শুধুমাত্র যে প্রতিশ্রুতি পালন করতেই ব্যর্থ হয়েছে তাই নয়, এর পাশাপাশি সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টগুলিকে রাজনৈতিক ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে৷ ‘এমনকি টেলিফোনেও কেউ স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারে না, এমন সমস্যায় জীবনে আমাকে পড়তে হয়নি’, বলে অভিযোগ তাঁর৷

তাঁর মতে, ৩৭ বছর ধরে টিডিপি কংগ্রেসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, তবে তাদের মধ্যে পার্থক্য রাজনৈতিক ক্ষেত্রে, মতাদর্শে নয়৷ তবে বিজেপির সঙ্গে শুরু থেকেই মতাদর্শগত পার্থক্য রয়েছে টিডিপির৷
নাইডু বলেন, গণতন্ত্র সমস্যার সম্মুখীন৷ প্রত্যেক দলকে নিজেদের অবস্থান নিয়ে সিদ্ধান্ত নিতে হবে৷ আগামী ১০ ডিসেম্বর বিজেপি বিরোধী দলগুলির মধ্যে বৈঠকেই স্থির করা হবে পরবর্তী পদক্ষেপ৷
বাংলাদেশ সময়: ২৩:১২:৩০ ২১৯ বার পঠিত