
ভিয়েতনামের হ্যানয়স্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় এবং
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়। দিবসটি উদযাপন
উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র
প্রতিমন্ত্রীর বাণী পাঠ, দোয়া ও মোনাজাত, আলোচনা অনুষ্ঠান এবং
ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয় ।
ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ সকালে জাতীয়
পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা
করেন। দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং ভিয়েতনামে বসবাসরত
বাংলাদেশি প্রবাসীগণ এবং স্থানীয় গণ্যমান্য অতিথিবৃন্দ এ সময় উপস্থিত
ছিলেন।
এছাড়া, প্রবাসী বাংলাদেশীগণ, ভিয়েতনামের ডিপ্লোমেটিক
কোরেরডিন (ভেনেজুয়েলার রাষ্ট্রদূত), ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের
রাষ্ট্রদূতগণ বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তব্যের শুরুতে বাংলাদেশের ইতিহাসে এ দিবসের তাৎপর্য এবং
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
অবিসংবাদিত নেতৃত্বের কথাও রাষ্ট্রদূত সামিনা নাজ স্মরণ করেন।
বাংলাদেশ সময়: ২০:২৪:৫৮ ১৫৫ বার পঠিত