সিঙ্গাপুরে ৪৮-তম বিজয় দিবস পালিত

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিঙ্গাপুরে ৪৮-তম বিজয় দিবস পালিত
রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮



---

বাংলাদেশ হাই কমিশন, সিঙ্গাপুর এর উদ্যোগে ১৬ ডিসেম্বর ২০১৮তারিখে হাই কমিশন প্রাঙ্গনে যথাযথ মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ৪৮-তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাই
কমিশনার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, মিশন কর্মকর্তাবৃন্দ ও প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচীর সূচনা হয়। এরপর মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয় ও মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের সুখ, শান্তি, কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পড়ে শোনোনো হয়। অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বে সন্ধ্যায় হাই কমিশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাই কমিশনার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান তাঁর বক্তৃতায় মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

---

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং হানাদার বাহিনীর হাতে নির্যাতিত মা-বোনদের আত্মত্যাগ এবং অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। আমাদের স্বাধীনতা যুদ্ধের পটভ’মি উল্লেখ করে হাই কমিশনার বাঙালী জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসামান্য অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি নয় মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে লাল সবুজের পতাকা অর্জিত হয়েছে, তার মর্যাদা চিরকাল সমুন্নত রাখার
প্রত্যয় ব্যক্ত করেন । হাই কমিশনার বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপনপূর্বক সাম্প্রতিক সময়ে বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশ যে অর্ভতপূর্ব সাফল্য অর্জন করেছে, সেগুলোর প্রতি আলোকপাত করেন। তিনি প্রবাসী বাংলাদেশীদেরকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশমাতৃকার উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহবান জানান। আলোচনা সভা শেয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি এবং নাচ দর্শক- শ্রোতাগণ আনন্দচিত্তে উপভোগ করেন। সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, হাই কমিশনের কর্মকর্তা/কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যগণ অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠান শেষে অভ্যাগত অতিথিগণকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

বাংলাদেশ সময়: ২০:৪২:৪৭   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ