
বাংলাদেশের সঙ্গে চলমান বাণিজ্য বাড়িয়ে ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারে নিয়ে যেতে চায় ভিয়েতনাম।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আগ্রহের কথা জানিয়েছেন সফলরত ভিয়েতনামের ব্যবসায়ীরা।
বাংলাদেশ এবং ভিয়েতনামের মধ্যে এখন বাণিজ্যিক সম্পর্ক ১ বিলিয়ন (১০০ কোটি) ডলারেরও নীচে।
সরকারি তথ্য বলছে, বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের বাণিজ্য সম্পর্ক ভিয়েতনামের অনুকুলে।
গত ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ ৫ কোটি ৫৭ লাখ ডলারের বিভিন্ন পণ্য ভিয়েতনামে রপ্তানি করেছে। বিপরীতে ভিয়েতনাম থেকে আমদানি করেছে ৬৮ কোটি ৭৭ লাখ ডলারের পণ্য।
চলতি বছরের মার্চে ঢাকায় এসেছিলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং। সেই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি।
সেই বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক ২ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত পোষণ করে দুপক্ষ।
মার্চের ঐ বৈঠকের ধারাবাহিকতায় বৃহস্পতিবার বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি ও ভিয়েতনামের বাণিজ্য প্রতিনিধিদের মতবিনিময় সভা হয়।
সভায় ভিয়েতনাম প্রতিনিধিদল সে দেশে বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারকদের বিনিয়োগ, কৃষি যন্ত্রপাতি, রাসায়নিক, সার, সামুদ্রিক খাবার ইত্যাদি খাতে বাণিজ্য সম্প্রসারণের আগ্রহ দেখান।
ভিয়েতনাম প্রতিনিধিদলের প্রধান দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক নুয়েন ফুকন্যাম বলেন, তাদের দেশে তৈরি পোশাক, টেক্সটাইল খাতে বাংলাদেশের বিনিয়োগের সুযাগ রয়েছে। এক্ষেত্রে ভিয়েতনাম সরকারের দেওয়া বিশেষ সুবিধাগুলো পাবেন বাংলাদেশের বিনিয়োগকারীরা।
বাংলাদেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, ভিয়েতনামের উন্নয়ন সাফল্য থেকে বাংলাদেশ অভিজ্ঞতা গ্রহণ করতে পারে। এ লক্ষ্যে ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠন করা প্রয়োজন।
এফবিসিসিআইয়ে প্রতিষ্ঠিত ‘এফবিসিসিআই বেসরকারি ইনস্টিটিউট’কে প্রযুক্তিগত সহায়তা দিতে ভিয়েতনাম সরকারকে অনুরোধ জানান তিনি।
সভায় এফবিসিসিআই পরিচালক প্রবীর কুমার সাহা, আজিজুল হক, হাফেজ হাজিহারুন অর রশিদ এবং মনিরুজ্জামান অংশ নেন।
ভিয়েতনামে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যগুলো হচ্ছে কৃষিজাত পণ্য, পাট ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য এবং ঔষধ সামগ্রী। আর ভিয়েতনাম থেকে মুলত খণিজ দ্রব্য, বস্ত্র ও বস্ত্র সামগ্রী, যন্ত্রপাতি ও প্লাস্টিক উপাদান আমদানি করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:০৬:৫৮ ৩৩১ বার পঠিত