
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।
সোমবার (৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে বেনাপোল সীমান্তের অভায়বাস মাঠ থেকে এই ফেনসিডিল জব্দ করা হয়।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে ভারত থেকে ফেনসিডিলের একটি চালান ঢুকবে। পরে বিজিবি সদস্যরা সীমান্তে জনবল বাড়ায়। এক পর্যায়ে ওই চোরাচালানীরা ভারত সীমান্তবর্তী এলাকা পাচভুলোট গ্রামের মাঠ অতিক্রম করার সময় তাদের ধাওয়া করলে মাথা থেকে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর থেকে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জব্দ হওয়া ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৩:২১:২৮ ২৭০ বার পঠিত