ব্রিগেডে কেন নেই? মমতাকে ফোনে জানালেন কেসিআর

প্রথম পাতা » আন্তর্জাতিক » ব্রিগেডে কেন নেই? মমতাকে ফোনে জানালেন কেসিআর
শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯



---

ফেডেরাল ফ্রন্ট তৈরি হোক, সেটা প্রথম থেকেই চেয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর। একবার নয়, দু’বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেন তিনি। কিন্তু শেষমেশ মমতার মেগা র‍্যালিতে থাকা হল না তাঁর।

শনিবারের ব্রিগেডে নক্ষত্র সমাবেশে বোধহয় একটাই হেভিওয়েট নাম বাদ পড়ে গেল। কুমারস্বামী, চন্দ্রবাবু, অখিলেশদের পাশে কেসিআরের ছবিটাও প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু কংগ্রেসের উপস্থিতির জন্যই এদিন এলেন না তিনি। আগেই তাঁর দলের সাংসদ একথা জানিয়েছিলেন। এবার তৃণমূলনেত্রীকে ফোন করে একথা বললেন কেসিআর নিজেই।

শুক্রবারই মমতাকে ফোন করেছিলেন টিআরএস নেতা তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। ফোনে জানিয়েছেন কংগ্রেস যে সভায় থাকবে, সেই সভায় তাঁদের পক্ষে থাকা সম্ভব নয়। এছাড়া বিধানসভা অধিবেশন চলছে তেলেঙ্গানায়। শনিবার বিধানসভায় রাজ্যপালের বক্তব্য রাখার কথা। তাই এদিন আসতে পারেননি তিনি।

গত বছরের শেষে ২৪ ডিসেম্বরই কলকাতায় এসেছিলেন কেসিআর। নবান্নে গিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ পরে নবান্নের বাইরে সাংবাদিকদের বলেন,‘‘ফ্রন্ট নিয়ে আলোচনা চলছে সারা দেশেই৷ সময় লাগবে৷ ছোট কাজ নয়৷’’ সবাইকে ধৈর্য্য রেখে ভালো খবর দেওয়ার আশ্বাস দেন কেসিআর৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট নিয়ে কথা বলতেই কেসিআর পশ্চিমবঙ্গ সফরে আসেন৷ এখান থেকে তিনি যান ওড়িশায় নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করতে৷ কেসিআর চাইছেন সব আঞ্চলিক দল গুলি মিলে অবিজেপি এবং অকংগ্রেসি জোট গঠন করুক৷ কিন্তু শেষেমস দেখা গিয়েছে, কংগ্রেস বড় ভূমিকা নিচ্ছে সেই মহাজোটে। ব্রিগেডেও মল্লিকার্জুন খাড়গের মত হেভিওয়েট নেতাকে পাঠানো হয়েছে। তাই মমতার আমন্ত্রণ ফেরাতে হল কেসিআরকে।

বাংলাদেশ সময়: ১৩:৫৯:৩২   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ