
ফেডেরাল ফ্রন্ট তৈরি হোক, সেটা প্রথম থেকেই চেয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর। একবার নয়, দু’বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেন তিনি। কিন্তু শেষমেশ মমতার মেগা র্যালিতে থাকা হল না তাঁর।
শনিবারের ব্রিগেডে নক্ষত্র সমাবেশে বোধহয় একটাই হেভিওয়েট নাম বাদ পড়ে গেল। কুমারস্বামী, চন্দ্রবাবু, অখিলেশদের পাশে কেসিআরের ছবিটাও প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু কংগ্রেসের উপস্থিতির জন্যই এদিন এলেন না তিনি। আগেই তাঁর দলের সাংসদ একথা জানিয়েছিলেন। এবার তৃণমূলনেত্রীকে ফোন করে একথা বললেন কেসিআর নিজেই।
শুক্রবারই মমতাকে ফোন করেছিলেন টিআরএস নেতা তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। ফোনে জানিয়েছেন কংগ্রেস যে সভায় থাকবে, সেই সভায় তাঁদের পক্ষে থাকা সম্ভব নয়। এছাড়া বিধানসভা অধিবেশন চলছে তেলেঙ্গানায়। শনিবার বিধানসভায় রাজ্যপালের বক্তব্য রাখার কথা। তাই এদিন আসতে পারেননি তিনি।
গত বছরের শেষে ২৪ ডিসেম্বরই কলকাতায় এসেছিলেন কেসিআর। নবান্নে গিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ পরে নবান্নের বাইরে সাংবাদিকদের বলেন,‘‘ফ্রন্ট নিয়ে আলোচনা চলছে সারা দেশেই৷ সময় লাগবে৷ ছোট কাজ নয়৷’’ সবাইকে ধৈর্য্য রেখে ভালো খবর দেওয়ার আশ্বাস দেন কেসিআর৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট নিয়ে কথা বলতেই কেসিআর পশ্চিমবঙ্গ সফরে আসেন৷ এখান থেকে তিনি যান ওড়িশায় নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করতে৷ কেসিআর চাইছেন সব আঞ্চলিক দল গুলি মিলে অবিজেপি এবং অকংগ্রেসি জোট গঠন করুক৷ কিন্তু শেষেমস দেখা গিয়েছে, কংগ্রেস বড় ভূমিকা নিচ্ছে সেই মহাজোটে। ব্রিগেডেও মল্লিকার্জুন খাড়গের মত হেভিওয়েট নেতাকে পাঠানো হয়েছে। তাই মমতার আমন্ত্রণ ফেরাতে হল কেসিআরকে।
বাংলাদেশ সময়: ১৩:৫৯:৩২ ২৫৩ বার পঠিত