
১১০ পিস ইয়াবাসহ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র সাহাকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের নাকশী-মাদরাসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাত ১০টার দিকে নাকশি-মাদরাসা বাজার এলাকায় অভিযান চালায়।
এ সময় ১১০ পিস ইয়াবাসহ নড়াইল সদর থানা পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র সাহাকে (৩৫) গ্রেফতার করা হয়। গ্রেফতার মানিক চট্টগ্রাম থেকে ইয়াবা এনে নড়াইল হয়ে খুলনার দিকে যাচ্ছিল।
বাংলাদেশ সময়: ১২:৫৯:৩৬ ১৭৮ বার পঠিত