ব্রেক্সিট কার্যকরে ৩১ অক্টোবর পর্যন্ত সময় পেল যুক্তরাজ্য

প্রথম পাতা » আন্তর্জাতিক » ব্রেক্সিট কার্যকরে ৩১ অক্টোবর পর্যন্ত সময় পেল যুক্তরাজ্য
বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯



---

ইউরোপীয় ইউনিয়নের নেতারা যুক্তরাজ্যকে ব্রেক্সিট কার্যকরে আরও ছয় মাস সময় বাড়িয়ে দিয়েছেন। বৃহস্পতিবার ইইউ সদর দফতর ব্রাসেলসে সংস্থাটির নেতারা পাঁচ ঘণ্টার এক বৈঠক শেষে নতুন এই দিনক্ষণ ঠিক করেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক জানান, বেক্সিট কার্যকরে যুক্তরাজ্যকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সময় দিতে রাজি হয়েছেন ইইউনেতারা। তিনি বলেন, ‘ব্রিটিশ বন্ধুদের জন্য আমাদের বার্তা হলো, দয়া করে নতুর করে দেয়া সময়টা নষ্ট করবেন না।’

ব্রেক্সিট কার্যকরের দিনক্ষণ ১২ এপ্রিল থেকে পিছিয়ে ৩০ জুনে নিয়ে যেতে চান বলে আগে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী থেরেসা মে। বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ নেতাদের সঙ্গে বৈঠকে ব্রেক্সিট প্রক্রিয়া পেছানোর আবেদনের পক্ষে তিনি দেশের হয়ে যুক্তি তুলে ধরেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী অবশ্য ব্রেক্সিট কার্যকরে আরও কম সময় চাচ্ছিলেন। তিনি এর আগে জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব ইইউ ছাড়তে চায় যুক্তরাজ্য। আর এখন এই ছয় মাসের সময় বাড়ানোর কারণে যুক্তরাজ্যকে আসন্ন ইইউ পার্লামেন্ট নির্বাচনে অংশ নিতে হবে।

গত ২৯ মার্চ বিচ্ছেদ কার্যকরের কথা থাকলেও পার্লামন্টে থেরেসা মে সম্পাদিত চুক্তি তিনবার প্রত্যাখ্যাত হওয়ায় তা সম্ভব হয়নি। শেষপর্যন্ত ইইউ দুই সপ্তাহ সময় বাড়িয়ে ১২ এপ্রিল পরবর্তী দিন নির্ধারণ করে।

তারপরও ব্রিটিশ পার্লামেন্ট এ নিয়ে কোনো চুক্তি কিংবা সমঝোতা না হওয়ায় ফের সময় পেছাতে আবেদন করেন থেরেসা মে। তারই প্রেক্ষিতে ৩১ অক্টোবর পর্যন্ত নতুন দিনক্ষণ ঠিক করে দিল ইইউ।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:২০   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ