
১১ এপ্রিল, ২০১৯ নিউজটুনারায়ণগঞ্জঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তিনি নুসরাতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্পীকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নুসরাতের হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
উল্লেখ্য, ফেনীর সোনাগাজীতে অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফি বুধবার (১০ এপ্রিল ২০১৯) রাত সাড়ে ৯টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।
অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি এবং বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। তাঁরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বাংলাদেশ সময়: ১৪:২৮:১৭ ২১১ বার পঠিত