বাজেটে পুঁজিবাজারে বিশেষ প্রণোদনা দেয়া হবে - অর্থমন্ত্রী

প্রথম পাতা » অর্থনীতি » বাজেটে পুঁজিবাজারে বিশেষ প্রণোদনা দেয়া হবে - অর্থমন্ত্রী
রবিবার, ২৮ এপ্রিল ২০১৯



---

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী বাজেটে পুঁজিবাজারের জন্য বিশেষ প্রণোদনা থাকবে। তবে কতটা থাকবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
তিনি বলেন, পুঁজিবাজার শক্তিশালী করার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।
সংসদে আজ সরকারি দলের সদস্য আহসানুল হক টিটুর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরো বলেন, দেশের অর্থনীতি অত্যন্ত চাঙা ও শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে বর্তমানে পুঁজিবাজার নিয়ন্ত্রণে নেই। পুঁজিবাজার শক্তিশালী করার জন্য যা করার প্রয়োজন, সরকার তাই করবে।
তিনি বলেন, একটা দেশের অর্থনীতি যত শক্তিশালী হয়, তার প্রতিফলনটা পুঁজিবাজারে দেখা যায়। পৃথিবীর সব দেশেই পুঁজিবাজার ও অর্থনীতি সম্পৃক্ত থাকে। বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত চাঙা ও শক্তিশালী। কয়েক দিন আগে আইএমএফ’র সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। দেশের অর্থনৈতিক গতিশীলতা দেখে বিশ্ব ব্যাংক অত্যন্ত উচ্ছ্বাসিত হয়েছে। সে সময় আরও যারা মিটিং করেছেন তারা সবাই বলেছেন, বাংলাদেশকে অনুসরণ করতে হবে।
মুস্তফা কামাল বলেন,পুঁজিবাজার নিয়ন্ত্রণ করা না গেলে এগিয়ে যাওয়া থমকে যাবে। পুঁজিবাজারে যেসব সমস্যা রয়েছে এগুলো চিহ্নিত করা হয়েছে। সবগুলোই এক এক করে সমাধান করা হবে।
image_print

বাংলাদেশ সময়: ২০:৫৩:৫৩   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


শিল্প-কারখানায় প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছে সরকার - শিল্পমন্ত্রী
সময়াবদ্ধ গৃহীত পরিকল্পনা মাফিক প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি নিশ্চিত করতে হবে - শিল্পমন্ত্রী
সাবরং ট্যুরিজম পার্কে পাঁচ তারকা হোটেল নির্মাণ হবে
বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে চায় পাকিস্তান
মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির প্রবণতা কমে গেছে - অর্থমন্ত্রী
দেশে বর্তমানে ৩ লাখ ৩৫ হাজার ঋণখেলাপি - অর্থমন্ত্রী
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে কমিটি করা হয়েছে - বাণিজ্যমন্ত্রী
প্লাস্টিক পণ্যে সরকারি সহায়তা বাড়ানোর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
কিশোরগঞ্জে মসজিদের সিন্দুকে পাওয়া গেল ১৪ বস্তা টাকা
প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ দিচ্ছে

আর্কাইভ