
পোশাক খাতের কর্মীসহ সার্বিক বিষয়ে নিরাপত্তা পর্যবেক্ষণ করবে ‘নিরাপণ’। সোমবার রাজধানীর একটি হোটেলে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের স্বতন্ত্র সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বোর্ড মেম্বার মার্ক রেইজ, সিইও মৌসুমী খান, ব্র্যাক যুক্তরাজ্যর চেয়ারপারসন সিমোনি সুলতানা প্রমুখ।
অধ্যাপক জামিলুর রেজা বলেন, নিরাপণের কাজ হবে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে এ যাবৎ যা অর্জন হয়েছে তা টেকসই করা। নিরাপণ হল দুটি শব্দের মিশ্রণ। একটি হল নিরাপদ ও আরেকটি হল নিরাপদ জায়গা। আর আমি মনে করি বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে আসবে নিরাপণ।
তিনি আরও বলেন, নিরাপণ কোনো নিয়ন্ত্রক সংস্থা নয়। বরং এ সংগঠনের লক্ষ্য বিভিন্ন ব্র্যান্ডের নেতৃত্বে বাংলাদেশে আইনের ভিত্তিতে গার্মেন্টস সেক্টরে নিরাপত্তা পর্যবেক্ষণ করা। তদারকি করা। এ ছাড়া এই সংগঠনের সদস্য কোম্পানিগুলোর জন্য নিরাপত্তাজনিত রিপোর্ট সেবা প্রদান করা। যেন সদস্য কারখানাগুলো নিজস্ব একটি টেকসই নিরাপত্তা সংস্কৃতি তৈরি করতে পারে।
মার্ক রেইজ বলেন, বাংলাদেশে পোশাক শিল্প প্রায় ৪০ লাখ নারী-পুরুষের জীবিকা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যার শতকরা ৮০ ভাগই হলেন নারী। এ ছাড়া বৈদেশিক মুদ্রা আয়ের একটি প্রধান উৎস এই খাত। আর এই খাত থেকে ৮০ শতাংশ বৈদেশিক মুদ্রা আয় করে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১২:২৮:৪৪ ১৭০ বার পঠিত