
অভয়নগর উপজেলার মহাকাল গ্রামের আমডাঙ্গা খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যার সময় স্থানীয়রা লাশটিকে খালের মধ্যে ভাসতে দেখে পুলিশে খবর দিলে অভয়নগর থানা পুলিশ লাশটিকে উদ্ধার করে।অজ্ঞাতনামা নিহত ওই ব্যক্তির গায়ে ফুল হাতার চেক শার্ট ও পরনে লুঙ্গি রয়েছে।
থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, লাশটিকে খালে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে লাশটিকে উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যা করে লাশটিকে খালে ফেলে দিয়েছে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৪:০৫:২৪ ১৭৪ বার পঠিত