
যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়ায় যাত্রীবাহী পরিবহনের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন মটর সাইকেল চালকের স্ত্রী বিউটি খাতুন (২৬)। সেই সাথে গুরুতর আহত হয়েছেন মটর সাইকেল চালক বাবুল হোসেন। আহত বাবুল যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামের ইসাহক আলীর ছেলে।
সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১১জুলাই) সন্ধা ৭টার দিকে খাজুরার পুকুরিয়া গ্রামের এক আত্মীয়র বাসা থেকে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেনাপোল থেকে ছেড়ে আসা চট্রগ্রামমুখী সৌদিয়া পরিবহন যার নাম্বার চট্রগ্রাম-ব-১১-১২৬৪ দ্রুত গতিতে আসার সময় সামনে থেকে আসা যশোর-হ-১৪-১৪৭২ মটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মটর সাইকেলের চালকের স্ত্রী বিউটি খাতুন নিহত হয় এবং মটর সাইকেল চালক গুরুত্বর আহত হয়। স্থানীয়রা এসে আহত মটর সাইকেল চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
খবর পেয়ে স্থানীয় ফুঁলবাড়ি ক্যাম্পের পুলিশ সদস্যরা এসে লাশটি তাদের হেফাজতে নেয় এবং মটর সাইকেলটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দুরে খাজুরা তেলপাম্পের কাছ থেকে খাজুরা পুলিশ ঘাতক বাস এবং বাস চালক ও তার সহযোগীদের আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন খাজুরা পুলিশের সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৩:৪৮:৩৯ ২৮৯ বার পঠিত