দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ব শিল্প প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির চিনিকলে চলতি রোপণ মওসুমে ১২ হাজার ৫শ’ একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চিনিকলের নিজস্ব খামারে ১ হাজার ৬৪৫ একর এবং চাষীদের জমিতে ১০ হাজার ৮৫৫ একর জমিতে আখ চাষ করা হবে।
চিনিকল সূত্রে জানা গেছে, ৯ হাজর ৯শ’ একর নতুন এবং ২ হাজার ৬শ’ একর জমিতে মুড়ি আখ চাষ করা হবে। লক্ষ্যমাত্রা অর্জনে চাষীদের সর্বাত্মক সহযোগিতা দেয়া হচ্ছে। চাষীদের সার, বীজ ক্রয়, কীটনাশক, নালাকাটা, আঁখ বাঁধা প্রভৃতি কাজের জন্য প্রায় ৫ কোটি টাকা ঋণ প্রদানের কর্মসূচি নেয়া হয়েছে।
বিগত ২-৩ বছর ধরে কেরু চিনিকলে আখ রোপণ লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম রোপণ হচ্ছিল। এ অবস্থা অব্যাহত থাকলে আখের অভাবে চিনিকলটি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা দেখা দেয়। চলতি বছর কেরু চিনিকলে আখ রোপণের লক্ষ্যমাত্রা অর্জনে চাষিদের সাথে যোগাযোগ বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তিতে আখ চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়ার পরামর্শসহ চাষীদের সর্বাধিক সেবা প্রদানের পদক্ষেপ নেন কেরুজ চিনিকল কর্তৃপক্ষ। ফলে চাষীরা আখ চাষে আগ্রহী হন।
কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেন জানান, করপোরেশনের আখ চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ কষ্টসাধ্য হলেও সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। সকলের সহযোগিতা পেলে আমরা একটা সম্মানজনক অবস্থানে পৌঁছতে পারবো বলে আশা করছি। সরকারও এ বছর আখের মূল্য মিল গেটে প্রতি কুইন্টাল ২৭৫ টাকা থেকে বৃদ্ধি করে ৩১২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করায় চাষীরাও উৎসাহিত হচ্ছেন। চলতি রোপণ মওসুম গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়।
চিনিকলের কৃষি বিভাগের ডিজিএম সাহাজ্জদ হোসেন খান জানান, ইতোমধ্যে সাড়ে ৩ হাজার একরের বেশি জমিতে আখ রোপন করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ এ রোপণ কাজ চলবে। এবারের রোপণ মরসুমে সাড়ে ১২ হাজার একর জমিতে আখ রোপণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৯:৫০:৩১ ৩২৬ বার পঠিত