
কাম্পালা, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ নিউজটুনারায়ণগঞ্জ : উগান্ডার রাজধানী কাম্পালায় উগান্ডা পার্লামেন্ট ও সিপিএ উগান্ডা ব্রাঞ্চ আয়োজিত ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) ভ্যানুতে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন ( সিপিএ) চেয়ারপার্সন ও ক্যামেরুনের ডেপুটি স্পীকার অ্যামেলিয়া লিফাকা সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তারা ৬৪তম সিপিসি’র বিভিন্ন বিষয়, সংসদীয় গণতন্ত্র, সিপিএভূক্ত সংসদসমূহের সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।
স্পীকার বলেন, সিপিএ’র মাধ্যমে সিপিএভূক্ত সংসদগুলো পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের যথেষ্ট সুযোগ রয়েছে। সংসদীয় কূটনীতি ব্যবহার করে বিভিন্ন আঞ্চলিক সমস্যা নিরসন করার মাধ্যমে শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। জণগণের কল্যাণে কাজ করে উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সংসদসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সিপিএ চেয়ারপার্সন ও ক্যামেরুনের ডেপুটি স্পীকার অ্যামেলিয়া লিফাকা ঢাকায় অনুষ্ঠিত ৬৩ তম সিপিসি’র সফল আয়োজনের স্মৃতিচারণ করে স্পীকারকে ধন্যবাদ জানান। এ সময় তিনি ৬৪ তম সিপিসিতে যোগদান করায় স্পীকারকে অভিনন্দন জানান। সিপিসিতে সোচ্চার থাকায় তিনি বাংলাদেশের প্রশংসা করেন।
এ সময় তারা ৬৪তম সিপিসি সম্মেলনের সার্বিক সফলতা কামনা করেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র নেতৃত্বে কনফারেন্সে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যগণ হলেন, হুইপ ইকবালুর রহিম এমপি, উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি, মো. আবু জাহির এমপি, মোহাম্মাদ নজরুল ইসলাম এমপি, শিরীন আহমেদ এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
বাংলাদেশ সময়: ১৪:৪১:১০ ১৯৫ বার পঠিত