
সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ (শুক্রবার) দুপুরে নেপালের কাঠমান্ডুতে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ৪-০ গোলে হারিয়েছে ভুটানকে।
প্রথমার্ধে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়েছিল। গোল করেছেন তানবির, ফাহিম, মারাজ ও দিপক। এ নিয়ে এ টুর্নামেন্টের তিন আসরেই বাংলাদেশ হারালো ভুটানকে।
শুরু থেকেই ভুটানকে চেপে ধরে বাংলাদেশের যুবারা। গোল ধরা দেয় দ্বিতীয় মিনিটেই। থ্রো থেকে তানবির হোসেনের হেডে ১-০। এর পর প্রধান্য বিস্তার করে খেলেও দ্বিতীয় গোল পেতে আরো ২৫ মিনিট অপেক্ষা করতে হয় লাল-সবুজ জার্সিধারীদের। ২৭ মিনিটে ফাহিম গোল করলে ব্যবধান হয় ২-০। ৩২ মিনিটে তৃতীয় গোল করেন মারাজ হোসেন।
৩-০ গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা বাংলাদেশ আর গোল পাচ্ছিলই না। বরং দ্বিতীয়ার্ধ ভুটান একটু গুছিয়ে খেলার চেষ্টা করে। তবে ইনজুরি সময়ে দিপকের গোলে ব্যবধান ৪-০ হয়।
বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও মালদ্বীপ। জয়ী দলের বিরুদ্ধে বাংলাদেশ ফাইনাল খেলবে রোববার।
বাংলাদেশ সময়: ১৫:০২:২২ ১৩২ বার পঠিত