জন্মদিনে শাওনকে চমকে দিয়েছে ছেলে নিষাদ

প্রথম পাতা » অন্যান্য » জন্মদিনে শাওনকে চমকে দিয়েছে ছেলে নিষাদ
শনিবার, ১৪ অক্টোবর ২০১৭



---‘আগে আমার ছেলেরা আমার জন্মদিনে নিজ হাতে কার্ড বানিয়ে উপহার দিত। এবারও নিনিত কার্ড বানিয়ে আমাকে উপহার দিয়েছে। তবে নিষাদ আমাকে সারপ্রাইজড করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর চাচির সঙ্গে বাইরে গিয়ে আমার জন্য গলার মালা কিনে নিয়ে এসেছে। আমি তো অবাক। আসলে আমার ছেলেরা বড় হয়ে যাচ্ছে।’ কথাগুলো এনটিভি অনলাইনকে বলছিলেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। আজ তাঁর জন্মদিন।

জন্মদিনের প্রথম প্রহর থেকে পরিবার, ভক্ত ও সহশিল্পীদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পাচ্ছেন বলে জানান শাওন। দুই ছেলেকে নিয়ে আজ একসঙ্গে খাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। এরপর ছেলেদের সঙ্গে নিয়ে ঢাকায় ঘুরবেন তিনি।

এ প্রসঙ্গে শাওন বলেন, ‘আজ কাউকে সময় দিচ্ছি না। ছেলেদের সঙ্গে সারাবেলা সময় পার করব। আমার ছোট ছেলে নিনিত কেন আমাকে তাঁর ভাইয়ের মতো গলার মালা উপহার দিতে পারেনি এজন্য মন খারাপ করে বসে আছে। তাঁর অভিমানও ভাঙতে হবে(হাসি)।’

দুই ছেলেকে নিয়ে দেশ-বিদেশে ঘুরে বেড়াতে পছন্দ করেন শাওন। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র ও কানাডায় ঘুরতে গিয়েছিলেন তিনি। তবে এ বছরে তাঁর বাইরে ঘুরতে যাওয়ার আপতত আর কোনো পরিকল্পনা নেই। বর্তমানে তিনি তাঁর বাবার ব্যবসা দেখছেন। এ ছাড়া তিনি তাঁর দ্বিতীয় ছবি নির্মাণ করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’সহ অনেক ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন মেহের আফরোজ শাওন। অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে নাটক নির্মাণ করছেন তিনি। শুধু নাটক নয় চলচ্চিত্রও নির্মাণ করছেন তিনি। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। ২০১৬ সালে ছবিটি মুক্তি পেয়েছিল।

বাংলাদেশ সময়: ২১:৪৭:৫৩   ৪৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অন্যান্য’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এমসি কলেজে দলবেঁধে ধর্ষণ: আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
শিল্প-কারখানায় প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছে সরকার - শিল্পমন্ত্রী
পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী কারাগারে
আল কোরআন ও আল হাদিস
সময়াবদ্ধ গৃহীত পরিকল্পনা মাফিক প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি নিশ্চিত করতে হবে - শিল্পমন্ত্রী
নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফের রাষ্ট্রপতির কাছে চিঠি

আর্কাইভ