সন্তান ধারনের কারণে অনেকদিন সিনেমার বাইরে থাকার পর নিজের অসমাপ্ত ছবি ‘পাঙ্কু জামাই’-এর শুটিংয়ের মাধ্যমে দীর্ঘদিন পর আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অপু বিশ্বাস। গর্ভবতী হওয়ায় এই সিনেমার কয়েকটি দৃশ্য ও দুটি গানের শুটিং করতে পারেননি অপু। শনিবার এফডিসিতে আবদুল মান্নান পরিচালিত সিনেমাটির শেষাংশের শুটিং করেন তিনি।
এই শুটিংয়ের মাধ্যমে ক্যামেরার সামনে আসার পর আবারও চলচ্চিত্রে ব্যস্ত হওয়ার ঘোষণা দিয়ে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক স্ট্যাটাস দিয়েছেন তিনি। শুক্রবার দেওয়া ওই স্ট্যাটাসে অপু লিখেন, আমি অপু বিশ্বাস, একজন পেশাদার অভিনেত্রী, অভিনয় আমার পেশা, এবং নেশা। আমি দীর্ঘদিন ব্যক্তিগত কারণে চলচ্চিত্র থেকে দূরে ছিলাম। খুব শীঘ্রই আমি আবার চলচ্চিত্রে ফিরছি।
তিনি লিখেন, যেহেতু অভিনয় আমার পেশা সে কারণে অনেকেই আমার কাছে আসছে, নতুন চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছে। আমি আগ্রহ সহকারে গল্প শুনছি। ব্যাটে বলে মিলে গেলে খুব তাড়াতাড়ি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আবার আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। আপাতত কোনো গুজবে কান দিবেন না, সবাই ভালো থাকুন।
বাংলাদেশ সময়: ২১:৫৪:৪০ ৪৫৯ বার পঠিত