রাশিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে সোমবার সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোনে সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় দুই নেতা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া এবং উত্তর কোরিয়ার পরমাণু ইস্যু নিয়েও আলাপ করেন।
হোয়াইট হাউসের বরাত দিয়ে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, গত রোববার রাশিয়ার যাত্রীবাহী বিমান ফ্লাইট ৭০৩ বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রেসিডেন্ট পুতিনের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ট্রাম্প।
রোববার মস্কো থেকে ৫০ মাইল দূরের আরগুনোভো গ্রামে বিধ্বস্ত হয় সারাতভ এয়ারলাইনসের ওই উড়োজাহাজটি। এতে ৬৫ জন যাত্রী ও ৬ জন ক্রু সহ ৭১ আরোহীর সবাই নিহত হয়েছেন।
সোমবার পুতিনের সঙ্গে ফোনালাপে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে এই দুর্ঘটনার তদন্তকাজে রাশিয়াকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ট্রাম্প।
দুই নেতা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া, উত্তর কোরিয়ার পরমাণু সংকট কোরিয়া এবং কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা নিয়েও কথা বলেছেন। এ সময় পুতিন আমেরিকার প্রেসিডেন্টকে জানান, সোমবার আরও পরের দিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার। জবাবে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া বাস্তবায়নের ওপর জোর দেন ট্রাম্প।
বাংলাদেশ সময়: ১৫:২৪:১৪ ৫৭৯ বার পঠিত