রাশিয়ায় বিমান দুর্ঘটনা টেলিফোনে পুতিনকে সমবেদনা জানালেন ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » রাশিয়ায় বিমান দুর্ঘটনা টেলিফোনে পুতিনকে সমবেদনা জানালেন ট্রাম্প
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮



---রাশিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে সোমবার সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোনে সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় দুই নেতা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া এবং উত্তর কোরিয়ার পরমাণু ইস্যু নিয়েও আলাপ করেন।

হোয়াইট হাউসের বরাত দিয়ে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, গত রোববার রাশিয়ার যাত্রীবাহী বিমান ফ্লাইট ৭০৩ বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রেসিডেন্ট পুতিনের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ট্রাম্প।

রোববার মস্কো থেকে ৫০ মাইল দূরের আরগুনোভো গ্রামে বিধ্বস্ত হয় সারাতভ এয়ারলাইনসের ওই উড়োজাহাজটি। এতে ৬৫ জন যাত্রী ও ৬ জন ক্রু সহ ৭১ আরোহীর সবাই নিহত হয়েছেন।

সোমবার পুতিনের সঙ্গে ফোনালাপে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে এই দুর্ঘটনার তদন্তকাজে রাশিয়াকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ট্রাম্প।

দুই নেতা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া, উত্তর কোরিয়ার পরমাণু সংকট কোরিয়া এবং কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা নিয়েও কথা বলেছেন। এ সময় পুতিন আমেরিকার প্রেসিডেন্টকে জানান, সোমবার আরও পরের দিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার। জবাবে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া বাস্তবায়নের ওপর জোর দেন ট্রাম্প।

বাংলাদেশ সময়: ১৫:২৪:১৪   ৫৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ