ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের ৩ বগি বিধ্বস্ত, আহত অর্ধশতাধিক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের ৩ বগি বিধ্বস্ত, আহত অর্ধশতাধিক
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮



---ময়মনসিংহে রেল স্টেশনে ইঞ্জিন পরিবর্তনের সময় বগির সঙ্গে ধাক্কা লেগে একটি ট্রেনের তিনটি বগি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ট্রেনটির ৫০ যাত্রী আহত হয়েছেন।

সোমবার জেলার গৌরীপুর রেল জংশনে আন্তঃনগর বিজয় এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে ‘ঠ’ বগি ছাড়াই ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় রেলের যাত্রীরা বিক্ষোভ করেন।

রেলের ইনচার্জ সেলিম খান বলেন, বিকালে গৌরীপুর জংশনে ইঞ্জিন পরিবর্তনের সময় ট্রেনটির চালক ভুলে ট্রেনটিতে প্রচণ্ড ধাক্কা দেয়। এতে ৫০ জনের মতো যাত্রী আহত হন।

ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের ‘ঙ’, ‘জ’ ও ‘ঠ’ নম্বরের তিনটি বগি বিধ্বস্ত হয়। ‘ঙ’ ও ‘জ’ নং কোচের দরজা-জানালাসহ ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা সম্ভব হলেও ‘ঠ’ নং বগি দ্রুত সময়ে মেরামত সম্ভব হয়নি। তাই এই বগির ৫৪ জন যাত্রীর টিকিট থাকার পরেও তাদের বসার স্থান ছিল না বলে অভিযোগ উঠেছে। টিকিট থাকার পরেও আসন না পাওয়ায় বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে বিক্ষোভ ও রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে হাতাহাতিও করে বলে জানা গেছে।

রেলের পরিচালক মো. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, রেলটি ছাড়ার নির্ধারিত সময় ৮টা ৫০মিনিটে ছিল। ‘ঠ’ বগি না থাকায় নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি।

গৌরীপুর জংশনের বুকিং সহকারী মোহাম্মদ জানান, রাত ১০টা ৫ মিনিটে সব কিছু ঠিক হলে ট্রেনটি গৌরীপুর জংশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

এদিকে ওই জংশনে রিপোর্ট লেখা পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক আছে বলে রেলসূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২০:২৭   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ