ফের চালু হচ্ছে ১০টাকায় চাল

প্রথম পাতা » অর্থনীতি » ফের চালু হচ্ছে ১০টাকায় চাল
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮



---খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মার্চ থেকে আবারো ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় অতিদরিদ্র ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম গতকাল খাদ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর কুড়িগ্রামের চিলমারী উপজেলায় হতদরিদ্রদের জন্য ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ নামে একটি কর্মসূচির উদ্বোধন করেছিলেন। এ কর্মসূচির আওতায় ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে কেজিপ্রতি ১০ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং মার্চ ও এপ্রিল— পাঁচ মাস এ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়। কর্মসূচির একটি স্লোগান ঠিক করা আছে— ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’।

খাদ্যমন্ত্রী আরো জানান, কর্মসূচিটির জন্যপ্রতি বছর চাল প্রয়োজন ৭ লাখ ৫০ হাজার টন। চলতি আমন মৌসুমে ছয় লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ৫ লাখ ৪০ হাজার টন চাল এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে। বাকিটাও নির্দিষ্ট সময়ের মধ্যে সংগ্রহ করা হবে।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সরকারের কাছে বর্তমানে খাদ্যশস্য মজুদ আছে ১৪ লাখ ২০ হাজার টন। এর মধ্যে ১০ লাখ ৪০ হাজার টন চাল ও বাকিটা গম।

সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদ। সভাপতি ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান। এ সময় খাদ্য অধিদপ্তর ও মাঠ পর্যায়ের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদ বলেন, সবার সহযোগিতায় আমন সংগ্রহের লক্ষ্য সফলভাবে অর্জন করা গেছে। এরই মধ্যে ৫ লাখ ৪০ হাজার টন চাল সংগ্রহ করা হয়েছে। বাকিটাও নির্দিষ্ট সময়ের মধ্যে সংগ্রহ হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৩:৪১:৫০   ৬৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


শিল্প-কারখানায় প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছে সরকার - শিল্পমন্ত্রী
সময়াবদ্ধ গৃহীত পরিকল্পনা মাফিক প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি নিশ্চিত করতে হবে - শিল্পমন্ত্রী
সাবরং ট্যুরিজম পার্কে পাঁচ তারকা হোটেল নির্মাণ হবে
বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে চায় পাকিস্তান
মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির প্রবণতা কমে গেছে - অর্থমন্ত্রী
দেশে বর্তমানে ৩ লাখ ৩৫ হাজার ঋণখেলাপি - অর্থমন্ত্রী
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে কমিটি করা হয়েছে - বাণিজ্যমন্ত্রী
প্লাস্টিক পণ্যে সরকারি সহায়তা বাড়ানোর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
কিশোরগঞ্জে মসজিদের সিন্দুকে পাওয়া গেল ১৪ বস্তা টাকা
প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ দিচ্ছে

আর্কাইভ