টঙ্গীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রক্তদান কর্মসূচি পালন

প্রথম পাতা » গাজীপুর » টঙ্গীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রক্তদান কর্মসূচি পালন
রবিবার, ৭ জুন ২০২০



---

গাজীপুরের টঙ্গীতে শহিদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ‘রক্ত হলো স্রষ্টার দান, রক্ত দানে জীবন বাঁচান’ এই শ্লোগানকে সামনে রেখে আজ দিনব্যাপী এক রক্তদান কর্মসূচি পালিত হয়েছে ।

আজ টঙ্গীর নোয়াগাঁও স্কুল মাঠে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল উপস্থিত থেকে এ রক্তদান কর্মসূচি পালন করেন। স্বাস্থ্যবিধি মেনে সেচ্ছায় রক্তদান কর্মসূচিতে শুধু রক্তদাতাদের অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ করেন প্রতিমন্ত্রী।

এ কর্মসূচি আয়োজনের প্রেক্ষাপট ব্যাখা করে প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের কারণে ব্লাড ব্যাংক ও হাসপাতালগুলোতে রক্তস্বল্পতা দেখা দিয়েছে । যার কারণে ক্যান্সার, থ্যালাসেমিয়া-সহ বিভিন্ন রোগের চিকিৎসায় জরুরিভাবে প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে। যে কারণে আমাদের এই ব্লাডক্যাম্পের উদ্যোগ।

তিনি বলেন শুধু রক্তদাতারা আসবেন। করোনায় স্বাস্থ্য বিধি রক্ষার কারণে জনসমাগম করা যাবে না।

কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সিটি কাউন্সিলর নুরুল ইসলাম নুরু সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ-সহ সকল স্তরের নেতাকর্মীরা সামাজিক দূরত্ব বজায় পূর্বক উপস্থিত ছিলেন। প্রথম দিনে প্রায় ২৫০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠা ব্যক্তিদের নিকট হতে রক্তের প্লাজমা সংগ্রহ করা হয়েছে। দাতাদের ব্যাপক সাড়া ও আগ্রহের কারণে আগামীকালও দিনব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১:৪১:৪৮   ১৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


উৎপাদনশীলতা দ্বিগুণ করতে আরো উন্নত জাতের ধান উদ্ভাবন করতে হবে - কৃষিমন্ত্রী
রাজধানীর আরব আমিরাত ভিসা সেন্টারে এসি বিস্ফোরণ, নিহত ১
কালিয়াকৈরে আগুনে পুড়ে নিহত চার, অর্ধ শতাধিক ঘর পুড়ে ছাই
মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ মার্চ - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
গাজীপুরে অজ্ঞান পার্টির ৪ সদস্য ও ৩ ছিনতাইকারী আটক
কালিয়াকৈরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহযোগিতার আশ্বাস দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় এসআই নিহত
গাজীপুরের কালিয়াকৈরে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১
কালিয়াকৈরে ভুয়া র‌্যাব সদস্যসহ আটক ২
বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আর্কাইভ