
নিউজটুনারায়ণগঞ্জ : অধিক ঝুঁকিপূর্ণ এলাকা বা রেড জোন হিসেবে নারায়ণগঞ্জের রূপায়ন সিটি, আমলাপাড়া ও জামতলা কে নির্বাচন করা হলো ।
চিহ্নিত এলাকাগুলোতে আজ রোববার থেকেই লকডাউন কার্যকর হয়েছে ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো, জসিম উদ্দিন জানিয়েছেন রূপায়ন সিটি আমলাপাড়া ও জামতলা এলাকা লকডাউন এর আওতায় থাকবে। এলাকাগুলো থেকে অতি জরুরী প্রয়োজন ছাড়া কোন ব্যক্তি বাইরে আসতে পারবেন না বা বাইরে থেকে কোন ব্যক্তি উক্ত এলাকায় যেতে পারবেন না।
লকডাউন আওতায় এলাকায় কোন গণপরিবহন থামবে না এলাকায় কাঁচা বাজার বন্ধ করে ভ্রাম্যমাণ বাজারের ব্যবস্থা করা হবে ধর্মীয় উপাসনালয় গুলোতে শুধু কর্মচারীবৃন্দ অন্যান্যদের যাতায়াত আপাতত বন্ধ করা হয়েছে। সবার জন্য স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক
বাংলাদেশ সময়: ২২:১৯:২২ ১৭৯ বার পঠিত