শেয়ার না থাকায় ২২ কোম্পানির পরিচালককে নোটিশ

প্রথম পাতা » অর্থনীতি » শেয়ার না থাকায় ২২ কোম্পানির পরিচালককে নোটিশ
সোমবার, ৬ জুলাই ২০২০



---

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ন্যূনতম দুই শতাংশ শেয়ার না থাকায় ২২ কোম্পানির ৬১ পরিচালককে নোটিশ পাঠিয়েছে। সোমবার (৬ জুলাই) বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসি সূত্রে জানা যায়, ন্যূনতম শেয়ার ধারণের শর্ত না মানায় ২২ কোম্পানির ৬১ পরিচালককে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে ৪৫ দিনের মধ্যে এই ৬১ পরিচালককে ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পরিপালনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় এসব পরিচালককে পদ অপসারণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছে বিএসইসি। গত বৃহস্পতিবার এই নোটিশ পাঠানো হয়েছে।

বিএসইসি সূত্রে আরো জানা গেছে, যে ২২ কোম্পানির পরিচালককে নোটিশ দেওয়া হয়েছে তার মধ্যে বিমাখাতের ১৪টি কোম্পানি রয়েছে।

২০১১ সালে জারি করা নির্দেশনা কার্যকরে আবারও উদ্যোগ নিয়েছে বিএসইসি। তাই কোম্পানির পরিচালক পদে থাকতে হলে এসব পরিচালককে হয় নতুন করে শেয়ার কিনতে হবে নয়তো পদ ছাড়তে হবে।

এ বিষয়ে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম জানান, ‘আমরা চাই শেয়ারবাজারে আইনের শাসন প্রতিষ্ঠা করতে। তাই অনেক বছর ধরে যারা আইন অমান্য করে পরিচালক পদে রয়েছেন তাদের বিষয়ে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

বাংলাদেশ সময়: ১২:৫৫:৩৬   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


শিল্প-কারখানায় প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছে সরকার - শিল্পমন্ত্রী
সময়াবদ্ধ গৃহীত পরিকল্পনা মাফিক প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি নিশ্চিত করতে হবে - শিল্পমন্ত্রী
সাবরং ট্যুরিজম পার্কে পাঁচ তারকা হোটেল নির্মাণ হবে
বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে চায় পাকিস্তান
মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির প্রবণতা কমে গেছে - অর্থমন্ত্রী
দেশে বর্তমানে ৩ লাখ ৩৫ হাজার ঋণখেলাপি - অর্থমন্ত্রী
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে কমিটি করা হয়েছে - বাণিজ্যমন্ত্রী
প্লাস্টিক পণ্যে সরকারি সহায়তা বাড়ানোর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
কিশোরগঞ্জে মসজিদের সিন্দুকে পাওয়া গেল ১৪ বস্তা টাকা
প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ দিচ্ছে

আর্কাইভ