ইরানের সামরিক মহড়ায় মার্কিন ‘ডামি’ রণতরী ধ্বংস করা হয়

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের সামরিক মহড়ায় মার্কিন ‘ডামি’ রণতরী ধ্বংস করা হয়
বুধবার, ২৯ জুলাই ২০২০



---

পারস্য উপসাগর এবং কৌশলগত হরমুজ প্রণালীর বিস্তীর্ণ এলাকায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর আদলে সাজানো একটি ‘ডামি’ বা সাজানো রণতরী মিসাইল ছুড়ে ধ্বংস করে ইরান।

বিবিসির খবরে বলা হয়, এই মহড়ার সময় এতো বেশি গোলাগুলি হয় যে, পারস্য উপসাগরীয় অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং কাতারে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সাময়িক সতর্কাবস্থা জারি করে যুক্তরাষ্ট্র।

এই মহড়াকে ইরানের দায়িত্বজ্ঞানহীন এবং বেপরোয়া আচরণ বলে নিন্দা করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। সেই সঙ্গে এই আচরণকে ভীতি প্রদর্শন এবং চাপ প্রয়োগের চেষ্টা বলেও বর্ণনা করা হয়েছে।

হজরত মোহাম্মদ (সা.) ৪র্থ এই সামরিক মহাড়াটি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

ভূমধ্যসাগরে নিয়মিত টহল দিয়ে থাকে এমন একটি মার্কিন বিমানবাহী রণতরীর আদলে নকল একটি স্থাপনা তৈরি করা হয়। যেটির দুই পাশে মডেল যুদ্ধবিমান, রানওয়ে সাজানো ছিল। এরপর বিভিন্ন দিক থেকে ওই নকল রণতরীটি লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করা হয়। এছাড়া হেলিকপ্টার থেকেও রণতরীটি লক্ষ্য করে মিসাইল ছোঁড়া হয়।

ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন যে, ‘আজকের মহড়ার মধ্য দিয়ে বিমান ও নৌবাহিনীর আক্রমণ করার সক্ষমতা তুলে ধরা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফিফথ ফ্লিটের মুখপাত্র কমান্ডার রেবেকা রিবারিচ বলেছেন, সমুদ্র চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগীদের সাথে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মহড়া চালিয়ে থাকে। তবে ইরান আক্রমণাত্মক মহড়া চালিয়েছে যা ভীতি প্রদর্শন এবং চাপ প্রয়োগের এক প্রকার চেষ্টা।

বাংলাদেশ সময়: ২২:১১:৪২   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ