
করোনাভাইরাস মোকাবেলার জন্য বাংলাদেশকে চিকিৎসা সামগ্রী দিয়েছে আসিয়ান। আসিয়ানের দেয়া চিকিসা সামগ্রীর মধ্যে রয়েছে-পিপিই, সার্জিকাল মাস্ক ও একটি ভেনটিলেটর।
বুধবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসিয়ানের ঢাকা কমিটি তথা ভিয়েতনাম, ব্রনাই ও থাইল্যান্ডের রাষ্ট্রদূতরা এসব সামগ্রী হস্তান্তর করেন। চিকিৎসা সামগ্রীগুলো পরে সেন্ট্রাল পুলিশ হাসপাতালে দেয়া হয়।
করোনাকালে বাংলাদেশকে এসব চিকিৎসা সামগ্রী উপহার দেয়ায় আসিয়ানকে ধন্যবাদ জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্র সচিব আসিয়ান দেশগুলোর ভৌগলিক, ঐতিহাসিক এবং ঐতিহ্যগত গুরত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘আসিয়ান দেশগুলো বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার ও উচ্চ শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ।’
এ সময় পররাষ্ট্র সচিব করোনা মহামারির কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার পরও বিশেষ ফ্লাইটে মাধ্যমে বাংলাদেশ আসিয়ান দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে সুবিধার দেয়ার কথা তুলে ধরেন।
থাই রাষ্ট্রদূত অরুনরাং ফোথং হামফ্রেস বলেন, ‘বাংলাদেশ ও আসিয়ানের মধ্যে যে গভীর সম্পর্ক রয়েছে এই উপহার দিয়ে সেটা প্রকাশ করা যাবে না।’
আসিয়ানভুক্ত দেশগুলো বাংলাদেশকে যেকোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে সহায়তা করতে প্রস্তুত বলেও জানান রাষ্ট্রদূত। এ সময় তিনি আশা প্রকাশ করেন খুব দ্রুতই করোনা মহামারির ভ্যাকসিন বিশ্ব কমিউনিটিতে এসে পড়বে।
(ঢাকাটাইমস/২৯জুলাই/এনআই/জেবি)
বাংলাদেশ সময়: ২২:১৮:৪৩ ১০৪ বার পঠিত