
ভারতের কাশ্মীরে সেনা বাঙ্কারে ভয়াবহ হামলা চালিয়েছ লস্কর-ই-তৈয়বা। এই হামলার ঘটনায় অন্তত চার নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রয়েছেন দুই সিআরপিএফ কন্সটেবল, এক এসপিও ও একজন সেনাসদস্য। খবর নিউজ এইটিনের।
সোমবার সকাল থেকে শুরু হয়ে রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত খণ্ডযুদ্ধ চলেছে বারামুল্লা জেলায়। আরও এক সেনাসদস্য আশঙ্কাজনক অবস্থায় হাসপাততালে ভর্তি রয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং বলেন, পাল্টা হামলায় লস্কর-ই-তৈয়বার অন্তত তিন জঙ্গিকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে সাজাদ ওরফে হায়দার।
সোমবার রাতে ডিজিপি দিলবাগ সিং জানান, সাজাদ এই মুহূর্ত উপত্যকার মোস্ট ওয়ান্টেড জঙ্গি ছিল। ২০১৬ সাল থেকে সে নাশকতামূলক কাজে যুক্ত হয়। অনেকটা বুরহান ওয়ানির ধাঁচে সে কাশ্মীরী তরুণদের জঙ্গি কার্যকলাপে শামিল করতো।
ঘটনার সূত্রপাত সোমবার সকালেই। সাজাদসহ লস্করের তিন জঙ্গি সোমবার সকালে তিনদিম গ্রামের চেকপোস্টে এসপিও মুজফফর আহমেদ এবং সিআরপিএফ কনস্টেবল খুরশিদ খান ও লবকুশ সুদর্শন শর্মাকে হত্যা করে।
এরপরই পাল্টা হামলার সিদ্ধান্ত নেয় ভারতের বিশেষ বাহিনী। কেরি ও ওয়াটারগামের গোটা এলাকা কর্ডন করে পাল্টা জবার দেয় তারা। সন্ধ্যার মধ্যেই লস্করের তিন জঙ্গিকে হত্যা করে বিশেষ বাহিনী।
বাংলাদেশ সময়: ২২:৪১:২০ ৮৩ বার পঠিত