জার্মানীতে জাতীয় শোক দিবস পালন

প্রথম পাতা » আন্তর্জাতিক » জার্মানীতে জাতীয় শোক দিবস পালন
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০



---

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান এর আয়োজনে এবং তুরিন প্রবাসী বাংলাদেশীদের সার্বিক সহায়তায় মিলান শহর থেকে ১৪৫ কিলোমিটার দূরবর্তী এই শহরে প্রথমবারের মত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ ভ্রাম্যমাণ কনস্যুলার ক্যাম্প ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ৯:০০ ঘটিকায় স্থানীয় একটি রেস্তোরায় জাতির পিতার স্মৃতির প্রতি উৎসর্গীকৃত এ ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা কার্যক্রম শুরু হয়ে
সন্ধ্যা ৬:০০ ঘটিকা পর্যন্ত চলে। তুরিন ও পাশর্বর্তী কয়েকটি শহরের প্রায় সাড়ে চারশত প্রবাসী বাংলাদেশী নতুন পাসপোর্ট এনরোলমেন্ট, পাসপোর্ট নবায়ন ও বিভিন্ন প্রকার সার্টিফিকেটসহ সবধরনের কনস্যুলার সেবা গ্রহণ করেন।
আলোচনা পর্বের শুরুতে ছিল জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, মোনাজাত ও এক মিনিট নীরবতা পালন।

এছাড়া এ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। আলোচনায় অংশ নিয়ে
স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বেশ কয়েকজন প্রবাসী জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা ১৫ই আগস্ট কালোরাত্রিতে নির্মমভাবে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সূচিত উন্নয়ন ধারায় নিজেদের সম্পৃক্ত করে বঙ্গবন্ধুর বহুলালিত স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।
কনসাল জেনারেল ইকবাল আহমেদ তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, যেহেতু ইউরোপের একটি মিশনের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানটি সংঘটিত হচ্ছে সেহেতু বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর সেই দুর্যোগপূর্ণ বিপন্ন সময়ে ইউরোপে অবস্থানরত তাঁর দুই কন্যা শেখ রেহানা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর স্বামী ড: ওয়াজেদ মিয়াকে প্রাণরক্ষার জন্য কতটা ঝুকিপূর্ণ ও উদ্বেগময় সময় কাটাতে হয়েছে তা ইউরোপে বসবাসরত বাংলাদেশীদের জানা প্রয়োজন। বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর তাঁর দুই কন্যা ও জামাতার জীবনরক্ষায় ব্রাসেলস ও প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাস খুব বেশী আগ্রহী ও উদ্যোগী না হলেও জার্মানীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব হুমায়ুন রশীদ চৌধুরী যে অসমসাহসিকতা ও আন্তরিকতায় নিজের চাকুরী ও জীবনকে তুচ্ছ করে তাঁদের জার্মানীতে সবধরনের সহায়তা প্রদান করেন সেসব ঘটনা পরম্পরার অনুপুঙ্খু বর্ণনা দেন।

এরপর তিনি ভারতেপ্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবাস জীবনের উপর আলোকপাত করেন।

কনসাল জেনারেল বলেন একটি ঘটনাকে কেন্দ্র করেই যে মানুষের সহযোগিতা বা অসযোগিতার মনোভাব পরিস্ফুট হয়ে উঠতে পারে তার একটি বাস্তবরুপ দেখতে পেয়েছেন বঙ্গবন্ধুর দুই কন্যা ও জামাতা। তিনি সকলকে বঙ্গবন্ধুর জীবনাদর্শ অধ্যয়ন করার আহবান জানিয়ে নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্রের মঙ্গলে আত্মনিয়োগের আহবান জানান। কনসাল জেনারেল তুরিন আওয়ামী লীগ সভাপতি জনাব সোহরাব হোসেনকে ক্যাম্প কার্যক্রমে সর্বাত্মক সহায়তা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
অভ্যাগত প্রায় পঞ্চাশজন অতিথিকে আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

বাংলাদেশ সময়: ২৩:০০:১০   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ