চুয়াডাঙ্গায় টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৭

প্রথম পাতা » খুলনা » চুয়াডাঙ্গায় টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৭
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০



---

চুয়াডাঙ্গা ইসলামী ব্যাংকের নিচ থেকে পাট ব্যবসায়ীর ছয় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। গ্রেফতারকৃত ছিনতাইকারীদের কাছ থেকে দুই লাখ টাকা উদ্ধারসহ বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ।

শুক্রবার যশোর, সিরাজগঞ্জ, ময়মানসিংহ জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার ছোট আড়ীয়ামহন গ্রামের মৃত আসম মন্ডলের ছেলে আব্দুস সালাম বাঙ্গাল (৬৫), যশোর সদর উপজেলার তপশ্বীডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোশারফ হোসেন বাবু (৬৩), ময়মানসিংহ জেলার গফরগাও থানার দেউলপাড়া গ্রামের মৃত মোহর আলীর ছেলে সিরাজ মিয়া (৫৫), যশোর অভয়নগর থানার চেংগুটিয়া গ্রামের মৃত চাঁন আলী মোল্লার ছেলে মোস্তফা মোল্লা (৬০), কোতয়ালী থানার মোন্ডলগাতি গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে নায়েব আলী (৫৫), মুন্সিগঞ্জ জেলার শ্রী নগর থানার বড়াইখালি গ্রামের মৃত সামসুল হকের ছেলে মোশারফ হোসেন (৫০) ও ঠাকুরগাঁও সদর উপজেলার ঠিকেপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে সেলিম হোসেন (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট চুয়াডাঙ্গা ইসলামী ব্যাংকের নিচ থেকে কৌশলে এক পাট ব্যবসায়ীর ছয় লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় আন্তজেলা ছিনতাইকারী এই চক্রটি। পরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে সদর থানার ওসি আবু জিহাদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীর ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) হাসানুজ্জামানসহ সদর থানা পুলিশের চৌকস দল ছিনতাইকারীদের ধরতে মাঠে নামে।

পরে পুলিশ ইসলামী ব্যাংকের ভিতরে ও বাইরের সিসি টিভি ফুটেজসহ পুলিশের উন্নত প্রযুক্তি ব্যবহার করে সিরাজগঞ্জের আব্দুস সালাম বাঙ্গাল ও যশোরের মোশারফ হোসেন বাবুকে পাবনা জেলার একটি আমবাগান থেকে গ্রেফতার করেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুই লাখ টাকা। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বাকি পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

শনিবার দুপুর ১টার পর চুয়াডাঙ্গা সদর থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে সাত ছিনতাইয়কারীকে আটকসহ দুই লাখ টাকা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি অবু জিহাদ বলেন, বাকি টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মজলিশপুর গ্রামের পাট ব্যবসায়ী সাইদুর রহমান ইসলামী ব্যাংক থেকে ছয় লাখ টাকা তোলেন। পরে ইসলামী ব্যাংকের নিচে রাখা তার মোটরসাইকেলের হ্যান্ডেলে টাকার ব্যাগটি রাখেন। এসময় পূর্বে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারী চক্রের সদস্যরা তার মোটরসাইকেলের পাশে কয়েকটি একশত টাকার নোট ছিটিয়ে দিয়ে তার মনোযোগ ঘুরিয়ে দিতে বলেন ভাই আপনার টাকা পড়ে গেছে। সাইদুর রহমান ছিটানো টাকা তুলতে গেলে ছিনতাইকারীরা কৌশলে তার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২৩:২৮:৩৮   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা: আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা
মাগুরায় হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
সাতক্ষীরায় সীমান্তে ১৪৮টি আংটিসহ একজন আটক
খুলনায় হত‌্যা মামলায় একজনের ফাঁসির আদেশ
খুলনা-মংলা ব্রডগেজ লাইনের ৭৫ ভাগ কাজ সম্পন্ন
যশোর মণিরামপুরে যুবককে কুপিয়ে হত্যা
নড়াইলে সাংসদের স্ত্রীর বিরুদ্ধে মামলা
ভারতে পাচারকালে ২২ বাংলাদেশি উদ্ধার, গ্রেফতার ১
সাড়ে ৩ কোটি টাকা আত্মসাত করায় কর কর্মকর্তা চাকরিচ্যুত
সরকারি সম্পত্তি সুষ্ঠু নজরদারিতে ভূমি ডাটা ব্যাংক ব্যবহার করা হবে- ভূমিমন্ত্রী

আর্কাইভ