পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে ৫৩ জেলে আটক

প্রথম পাতা » আইন আদালত » পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে ৫৩ জেলে আটক
সোমবার, ২ নভেম্বর ২০২০



---

পদ্মা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ৫৩ জেলেকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিনগত রাতে মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের টিম এসব জেলেদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেড় লাখ মিটার জাল এবং ২০ কেজি ইলিশ জব্দ করা হয়।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত ১২টা থেকে সোমবার ভোর পর্যন্ত শিবচরের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের টিম।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসপানের নেতৃত্বে অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এটিএম সামসুজ্জামান, শিবচর থানা ও নৌ পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় পদ্মা নদীর বিভিন্ন স্থানে মাছ ধরা অবস্থায় ৫৩ জেলেকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মাছ ধরার কাজে ব্যবহৃত দেড় লাখ মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করে। জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া আটক ৫৩ জেলেকে সাজা প্রদান প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, গেলো রাত ১২টা থেকে ভোর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রবিকুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫৩ জেলেকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১২:১৭:৪২   ৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


এমসি কলেজে দলবেঁধে ধর্ষণ: আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন
পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী কারাগারে
নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফের রাষ্ট্রপতির কাছে চিঠি
আর্থিক বিচারে এখতিয়ার বাড়লো সিভিল কোর্টের
সাবেক বিচারক শাহবাগ থানায় মেয়ের বিরুদ্ধে জিডি করলেন
কারাগারে ফরিদপুরের দুই ইউপি চেয়ারম্যান
নারী সাক্ষীর সঙ্গে অশোভন আচরণ করায় বিচারক প্রত্যাহার
রাজধানীতে মা-ছেলে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
বিকৃত যৌন আচরণের শিকার হচ্ছে নারী ও শিশুরা
মাদক মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরু

আর্কাইভ