পাকুন্দিয়ায় বাসের নিচে চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রথম পাতা » কিশোরগঞ্জ » পাকুন্দিয়ায় বাসের নিচে চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০



---

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসের নিচে চাপা পড়ে মো. মকুল মিয়া (৪৫) নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের পুলেরঘাট এলাকায় কিশোরগঞ্জ ইকোনমিক জোনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুকুল মিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পাঁচলগোটা গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র। তিনি একটি রাইছ মিলের মালিক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পুলেরঘাট বাজার থেকে বাইসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন মুকুল মিয়া। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অন্যন্যা সুপার পরিবাহন কিশোরগঞ্জ ইকোনমিক জোনের সামনে এসে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলসহ আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মকুল মিয়া। এ সময় তার বাইসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করলেও চালক পালিয়ে যায়।

পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মকুল মিয়ার লাশ সুরতহাল শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাইওয়ে পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করেছে। তবে চালক পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ৯:০৮:০৬   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


ভৈরবে নির্বাচনী প্রচারণা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, থানায় পাল্টাপাল্টি মামলা
কিশোরগঞ্জে মসজিদের সিন্দুকে পাওয়া গেল ১৪ বস্তা টাকা
নিকলীতে ভাসমান নৌকায় আগুন, দগ্ধ আরও দুজনের মৃত্যু
নদী থেকে ট্রাক চালকের লাশ উদ্ধার
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ২
জেলা প্রশাসক হলেন দুই ভাই রেকর্ড গড়লেন
পাকুন্দিয়ায় বাসের নিচে চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
‘ধর্ষণ করতে গিয়ে’ ইমাম খুন, নারীর যাবজ্জীবন
কৃষক হত্যা মামলায় দুই নারীর যাবজ্জীবন
মাটিচাপা দেয়া স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ উদ্ধার

আর্কাইভ