গ্রাহকের ৯ কোটি টাকা নিয়ে উধাও স্থানীয় সমবায় সমিতি

প্রথম পাতা » অর্থনীতি » গ্রাহকের ৯ কোটি টাকা নিয়ে উধাও স্থানীয় সমবায় সমিতি
মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১



জয়পুরহাটে গ্রাহকের প্রায় ৯ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সমবায় সমিতির বিরুদ্ধে। গ্রাহকদের অভিযোগ উচ্চ মুনাফার লোভ দেখিয়ে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

২০১১ সালে ১৮ আগস্ট জয়পুরহাট সদর উপজেলা সমবায় অফিস থেকে রেজিস্ট্রেশন নিয়ে মাস্টারপাড়া বিনিময় আদর্শ ব্যবসায়ী সমিতির কার্যক্রম শুরু করেন সংস্থাটির নির্বাহী পরিচালক রাহাত সরদার সবুজ। সমিতিতে সঞ্চয় গ্রাহকদের লাখে মাস প্রতি ২ হাজার ৬শ টাকা মুনাফার ঘোষণা দেন। লোভনীয় এমন অফারের ফাঁদে পড়ে গেল ৯ বছরে ৫০২ জন গ্রাহক সমিতিতে জমা করেন ৮ কোটি ৭৬ লাখ টাকা। কিন্তু গেল ৩১ ডিসেম্বর অফিসে তালা ঝুলিয়ে জয়পুরহাট থেকে উধাও হয়ে গেছে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক।

ভুক্তভোগীরা বলেন, ১০ লাখ টাকার ক্যাশ হওয়ার পর আমি যতবার এসেছি টাকা চাওয়ার জন্য উনি ততবার টালবাহানা করে টাকা দেয়নি। তিন বছরে প্রায় ৩০ লাখ টাকা হয়েছে। এখন এই টাকা পাচ্ছি না। পরিবার নিয়ে পথে বসেছি।

গ্রাহকদের টাকা দিতে না পরায় হুমকিতে মাঠকর্মীসহ শাখা ব্যবস্থাপক। বিনিময় আদর্শ ব্যবসায়ী সমবায় সমিতির শাখা ব্যবস্থাপক পূজা রাণী বলেন, আমাকে সবাই চাপ দিচ্ছে। আমি তো দিতে পারবো না। এটি মালিকপক্ষ দেখবে।

জয়পুরহাট সদর উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম বলেন, সমবায় আইনে ৪৯ ধারায় একটি তদন্ত তার বিরুদ্ধে চলমান আছে। অপরাধ প্রমাণিত হলে আইনের ব্যবস্থা নেওয়া হবে।

ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মামলা করার পরামর্শসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানালেন প্রশাসনের স্থানীয় এই কর্মকর্তা।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় বলেন, তার জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে। তিনি যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট করে থাকেন, আমরা সেটি দিয়ে তার সন্ধান করার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ৮:৫১:০৪   ৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


শিল্প-কারখানায় প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছে সরকার - শিল্পমন্ত্রী
সময়াবদ্ধ গৃহীত পরিকল্পনা মাফিক প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি নিশ্চিত করতে হবে - শিল্পমন্ত্রী
সাবরং ট্যুরিজম পার্কে পাঁচ তারকা হোটেল নির্মাণ হবে
বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে চায় পাকিস্তান
মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির প্রবণতা কমে গেছে - অর্থমন্ত্রী
দেশে বর্তমানে ৩ লাখ ৩৫ হাজার ঋণখেলাপি - অর্থমন্ত্রী
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে কমিটি করা হয়েছে - বাণিজ্যমন্ত্রী
প্লাস্টিক পণ্যে সরকারি সহায়তা বাড়ানোর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
কিশোরগঞ্জে মসজিদের সিন্দুকে পাওয়া গেল ১৪ বস্তা টাকা
প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ দিচ্ছে

আর্কাইভ