হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১



---

রাজধানীর বাজারগুলোতে হঠাৎ বেড়ে গেছে দেশি পেঁয়াজের দাম। বাজারভেদে খুচরা পর্যায়ে কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ১২ টাকা পর্যন্ত। কেন দাম বাড়লো তার সঠিক কারণ আড়ৎদাররা ব্যাখ্যা না করলেও বরাবরের মতোই এবারও তারা একে অপরকে দুষছেন।

কারওয়ান বাজারে খুচরা পর্যায়ে বৃহস্পতিবার প্রতি কেজি পেঁয়াজ ৩৬ থেকে ৩৮ টাকায় বিক্রি হয়েছে। পাইকারিতে এ দাম ছিল ৩৪ টাকা কেজি। অথচ গত সপ্তাহেও বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২৬ থেকে ২৮ টাকায় বিক্রি হয়েছিল।

কারওয়ান বাজারের একজন পেঁয়াজের পাইকারি বিক্রেতা বলেন, এখন বেশির ভাগ দেশি পেঁয়াজের জোগান আসছে ফরিদপুর থেকে। সেখান থেকে ৪০ কেজির প্রতি বস্তা ১ হাজার ২০০ টাকায় কিনেছি। এর সঙ্গে পরিবহন খরচ কেজিপ্রতি ৩ টাকা। তাতে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়েছে ৩৩ টাকা। এ পেঁয়াজ কিছুতেই পাইকারিতে ৩৪-৩৫ টাকার কমে বিক্রি সম্ভব নয়। দাম বাড়ার জন্য এই বিক্রেতা দায়ী করেন ঘন কুয়াশাকে।

এছাড়া ঢাকার বিভিন্ন আরও কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা যায়, গত সপ্তাহে কেজি প্রতি পেঁয়াজের দাম ছিল সর্বনিম্ন ১৮ টাকা। এক সপ্তাহের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ থেকে ৪০ টাকায়।

রাজধানীর মিরপুর ১১ ও শান্তিনগর বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, জোগান আগের চেয়ে কমে গেছে, তাই দাম বাড়তি।

বাংলাদেশ সময়: ২২:১৬:১৪   ২১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ