ড. শিরীন শারমিন চৌধুরী’র সিংগাপুরের স্পীকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ড. শিরীন শারমিন চৌধুরী’র সিংগাপুরের স্পীকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
সোমবার, ৭ মে ২০১৮



---নিউজ২নারায়ণগঞ্জঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী এমপি আজ সিংগাপু্রে RSIS-WTO Parliamentarian Workshop 2018 এ অংশগ্রহণ করেন। স্হানীয় এক হোটেলে সিংগাপুর পার্লামেন্টের স্পীকার Mr Tan Chuan-Jin এই ওয়ার্কশপের উদ্বোধন করেন।

ওয়ার্কশপে স্পীকার ড: শিরিন শারমিন চৌধুরীসহ অংশগ্রহণকারী অনান্য দেশের প্রতিনিধিরা বাণিজ্য বৈষম্য দূরীকরণে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের বিশেষ ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন আজ বিশ্বায়নের এই যুগে অর্থনৈতিক উন্নয়নে প্রতিটি দেশই কোন না কোনভাবে একে অন্যের ওপর নির্ভরশীল। কাজেই নিজেদের মধ্যে মতামত,অভিজ্ঞতা বিনিময় ও যোগোযোগ বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য বৈষম্য ও বাধা দূরিকরণে আরও জোরালো পদক্ষেপ নেওয়া জরুরী বলে অভিমত ব্যক্ত করেন। এক্ষেএে World Trade Organisation সহ অনান্য সংস্হাকেও এগিয়ে আসার আহবান জানান।

২২টি দেশের প্রায় ৫০ জনের ও অধিক সংসদ সদস্য ও বিশেষজ্ঞবৃন্দ ৩ দিনব্যাপী এই ওয়ার্কশপে অংশগ্রহণ করছেন। World Trade Organisation, Temasek Foundation International ও S. Rajaratnam School of International Studies এর যৌথ উদোগ্যে ওয়ার্কশপটি নবমবারের মত অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সিংগাপুরের স্পীকার এক চা পর্বে অংশগ্রহণকালে শুভেচ্ছা বিনিময় করেন । এসময় বাংলাদেশের স্পীকার সিংগাপুরের স্পীকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

স্পীকার ছাড়াও সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খানসহ বাংলাদেশ জাতীয় সংসদের একটি প্রতিনিধিদল এই ওয়ার্কশপে অংশগ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৩৫   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ