ড,শিরীন শারমিন চৌধুরীর টানা ষষ্ঠবার বাজেট অধিবেশন পরিচালনায় রেকর্ড

প্রথম পাতা » আইন আদালত » ড,শিরীন শারমিন চৌধুরীর টানা ষষ্ঠবার বাজেট অধিবেশন পরিচালনায় রেকর্ড
মঙ্গলবার, ৫ জুন ২০১৮



---নিউজ২নারায়ণগঞ্জঃ টানা ৬টি বাজেট অধিবেশনে সভাপতিত্ব করার রেকর্ড অতীতে ছিলো না। দেশের প্রথম নারী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সেই রেকর্ড গড়েছেন। তার সভাপতিত্বে মঙ্গলবার চলতি সংসদের ৫ম ও সর্বশেষ বাজেট অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে আগামীকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে ২০১৮-১৯ অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাবনা উত্থাপন করবেন।
এবিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  বলেন, টানা ৬টি বাজেট অধিবেশন পরিচালনার দায়িত্ব পাওয়া সত্যই গর্বের বিষয়। অতীতে কেউ এই সুযোগ পাননি। অবশ্য পরপর দুই মেয়াদে কেউ স্পিকার নির্বাচিত না হওয়ায় সেই সুযোগ ছিলো না। তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকার ও বিরোধী দলের সকল সংসদ সদস্যদের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেছেন।
উল্লেখ্য, অ্যাডভোকেট আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ২০১৩ সালের ৩০ এপ্রিল সংসদ অধিবেশনে তিনি স্পিকার নির্বাচিত হন। ওই দিনই তিনি শপথ গ্রহণ করেন। আর ২ জুন স্পিকার হিসেবে প্রথম সংসদ অধিবেশন পরিচালনা করেন তিনি। যেটি ছিলো বাজেট অধিবেশন। আগেই ৫টি বাজেট অধিবেশন পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। তার সভাপতিত্বে আগামীকাল বৃহস্পতিবার আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন  সবচেয়ে প্রবীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার টানা দশম বছরের মতো জাতীয় বাজেট ঘোষণা করবেন এই সংসদ অধিবেশনে। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনকারী এই দেশের আর কোনো রাজনৈতিক দল টানা এক দশক জুড়ে সংসদে নেতৃত্ব দেয়নি। আর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও দেশের একমাত্র অর্থমন্ত্রী হিসাবে টানা এক দশক বাজেট পেশের রেকর্ড গড়তে যাচ্ছেন। আর তিনি এবার ১২তম বাজেট পেশ করে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের সমকক্ষতা অর্জন করবেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, এবারো ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে বাজেট উপস্থাপন ও বক্তৃতা করবেন অর্থমন্ত্রী। এবার তার সাথে যুক্ত হবে একটি ভিডিও চিত্র। ওই ভিডিও চিত্রে বর্তমান সরকারের সামগ্রিক সাফল্য তুলে ধরা হবে। এবারের বাজেটের আকার হবে ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকারও বেশী। যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপনের আগে তা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন নেওয়া হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। এই দিন সংসদ ভবনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি। তিনি অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুনবনে। সংসদে উত্থাপিত প্রস্তাবনা নিয়ে দীর্ঘ আলোচনা শেষে আগামী ২৮ জুন পাস হবে। এরআগে চলতি অর্থ বছরের সম্পুরক বাজেট পাস হবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:৫৫   ৫১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


এমসি কলেজে দলবেঁধে ধর্ষণ: আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন
পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী কারাগারে
নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফের রাষ্ট্রপতির কাছে চিঠি
আর্থিক বিচারে এখতিয়ার বাড়লো সিভিল কোর্টের
সাবেক বিচারক শাহবাগ থানায় মেয়ের বিরুদ্ধে জিডি করলেন
কারাগারে ফরিদপুরের দুই ইউপি চেয়ারম্যান
নারী সাক্ষীর সঙ্গে অশোভন আচরণ করায় বিচারক প্রত্যাহার
রাজধানীতে মা-ছেলে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
বিকৃত যৌন আচরণের শিকার হচ্ছে নারী ও শিশুরা
মাদক মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরু

আর্কাইভ