দিনাজপুরে মঙ্গলবার ভোরে পৃথক দুটি বন্দুকযুদ্ধে দুই মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাদের দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় মাদক ও ককটেল উদ্ধার করা কথা জানিযেছে পুলিশ।
পুলিশ জানায়, রাত আড়াইটায় দিনাজপুর সদর উপজেলার গোদাগাড়ি এলাকায় দুইদল মাদক বিক্রেতাদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় লুৎফর রহমান নামে এক মাদক বিক্রেতাকে উদ্ধার করে। পরে তাকে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লুৎফর রহমান একই এলাকার দানিহারী গ্রামের এনামুলের ছেলে।
একই সময় হাকিমপুর উপজেলায় হিলির চুড়িপট্টি এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আলাউদ্দিন চিকা (৪০) নামে এক মাদক বিক্রেতা পায়ে গুলিবিদ্ধ হন। এসময় তার কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। তাকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলাউদ্দিন হাকিমপুরের মধ্য বাসুদেবপুর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।
বাংলাদেশ সময়: ১৪:৫০:৫৮ ৩৫৯ বার পঠিত