যুবলীগ নেতা হত্যা মামলায় যুবদল-ছাত্রদলের ১৯ নেতাকর্মী কারাগারে

প্রথম পাতা » আইন আদালত » যুবলীগ নেতা হত্যা মামলায় যুবদল-ছাত্রদলের ১৯ নেতাকর্মী কারাগারে
বুধবার, ২৫ অক্টোবর ২০১৭



---লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগ নেতা মিরাজ হোসেন হত্যা মামলায় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এমরান হোসেনসহ যুবদল ও ছাত্রদলের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার দুপুরে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এমরান হোসেনসহ আসামিরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. একেএম আবুল কাশেম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেয় তারা। আসামিরা হলেন- যুবদল নেতা নাজু, ইকবাল হোসেন, আরমান হোসেন, সোহাগ, ইউসুফ আঠিয়াল, মোহাম্মদ আলী, বাচ্চু মিয়া, শ্যামল শাকিল আহম্মদ, শাহজাহান, আবুল হাসেম, আবদুল মান্নান ও শাহ আলম।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন ও আসামিদের আইনজীবী মো. মনিরুল ইসলাম হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

২০১২ সালের ১৯ অক্টোবর রাতে রায়পুর উপজেলা কেরোয়া এলাকায় যুবলীগ নেতা মিরাজ হোসেনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পরের দিন রায়পুর থানায় মিরাজ হোসেনের মা রানী বেগম উপজেলা যুবদলের সভাপতি সফিকুল আলম আলমাস ও সাধারণ সম্পাদক এমরান হোসেনসহ ৪০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

বাংলাদেশ সময়: ২১:৪৯:১৭   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


এমসি কলেজে দলবেঁধে ধর্ষণ: আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন
পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী কারাগারে
নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফের রাষ্ট্রপতির কাছে চিঠি
আর্থিক বিচারে এখতিয়ার বাড়লো সিভিল কোর্টের
সাবেক বিচারক শাহবাগ থানায় মেয়ের বিরুদ্ধে জিডি করলেন
কারাগারে ফরিদপুরের দুই ইউপি চেয়ারম্যান
নারী সাক্ষীর সঙ্গে অশোভন আচরণ করায় বিচারক প্রত্যাহার
রাজধানীতে মা-ছেলে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
বিকৃত যৌন আচরণের শিকার হচ্ছে নারী ও শিশুরা
মাদক মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরু

আর্কাইভ