সোনারগাঁয়ে পৃথক দুর্ঘটনায় দুই গাড়ি চালক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে পৃথক দুর্ঘটনায় দুই গাড়ি চালক নিহত
বুধবার, ২৫ অক্টোবর ২০১৭



---নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-সিলেট মহাসড়কের কাচপুরে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই গাড়িচালক নিহত হয়েছেন।

বুধবার সকাল ও দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনার শিকার হয়। নিহতদের লাশ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে কাঁচপুর হাইওয়ে পুলিশ।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. কাইয়ুম আলী সরদার জানান, সকাল ৯টার দিকে উপজেলার কাঁচপুর এলাকায় সিনহা গার্মেন্টের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অটোবাইকচালক হৃদয়কে একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। ঘটনাস্থলেই চালক হৃদয় মারা যান। এ সময় বাসচালক সোলেয়মানকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। নিহত অটোবাইকচালক হৃদয় ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ধনারামা কংকরহাটি গ্রামের লোকমান মিয়ার ছেলে। সে কাঁচপুর সেনপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার টিপরদী এলাকায় বুধবার দুপরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক যাত্রীবাহী লেগুনাকে পেছন থেকে ধাক্কা মারে। এসময় লেগুনাটিকে কুমিল্লা থেকে ঢাকাগামী তৃষা পরিবহনের আরেকটি বাস লেগুনাটির সামনের দিকে ধাক্কা মারে। এসময় লেগুনাটি দুমরেমুচরে যায়। ঘটনাস্থলেই চালক ফুয়াদ মিয়া মারা যান। এ সময় লেগুনায় থাকা যাত্রী অপুসহ তিনজন আহত হয়েছে। এ ঘটনায়ও এলাকাবাসী ট্রাক চালক আব্দুল হামিদকে আটক করে পুলিশে দেয়। নিহত লেগুনা চালক উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রামের শহিদুল্লাহর ছেলে।

বাংলাদেশ সময়: ২১:৫১:২১   ৫০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ