ঢাকায় অনুষ্ঠিতব্য ৬৩ তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) – ২০১৭ মিডিয়া সম্পর্কিত দায়িত্ব পালনে নিউজ-২নারায়ণগঞ্জ ডটকম লিঃ কে মিডিয়া পাশ প্রধান করেন । প্রকাশক ও সম্পাদক , নারায়ণ গঞ্জের কৃতি সন্তান মোঃ ইব্রাহীম খলিল কে , নারায়ণগঞ্জ জেলার সকল মানুষের কাছে দোয়া চাই , আমি যেন সঠিক ভাবে অর্পিত দায়িত্ব পালন করতে সক্ষম হয়। আন্তজার্তিক এই কনফারেন্সে কমনওয়েলথভুক্ত ৫২ টি দেশ ও ১০৮ টি সিপিএ ব্রাঞ্ছের স্পীকার ও ডেপুটি স্পীকার , সংসদ সদস্য এবং অন্যান্য প্রতিনিধিসহ প্রায় ৬ (ছয়) শতাধিক প্রতিনিধি অংশ গ্রহন করবেন । এ ছাড়া জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণও এ কনফারেন্সে অংশ গ্রহন করবেন ।
বাংলাদেশ সময়: ৯:৪৭:৪৫ ৫১৯ বার পঠিত