বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রসঙ্গত, তিনদিনের দিল্লি সফরে ফেডারেল ফ্রন্টের বিষয়কে সামনে রেখেই সোনিয়া গান্ধী, জেডিএস প্রধান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তিনি দেখা করবেন বলে জানা গিয়েছে৷
তবে আডবাণীর সঙ্গে ২০মিনিটের এই সাক্ষাতে তাঁর স্বাস্থ্য সম্পর্কিত কথাবার্তা হয়েছে এবং একে সৌজন্যমূলক সাক্ষাৎ বলে জানিয়েছেন মমতা৷
সংবাদ সূত্রের খবর অনুযায়ী, বুধবার বিকেল ৫টা নাগাদ সোনিয়া গান্ধী, ৬টা নাগাদ দেবগৌড়া এবং রাত ৮টা নাগাদ কেজরিওয়ালের সঙ্গে দেখা করবেন মমতা৷
এছাড়া সংসদে, বিপক্ষে দলের বহু নেতার সঙ্গে দেখা হয় তাঁর, যার মধ্যে সাসপেন্ডেড বিজেপি সাংসদ কীর্তি আজাদ, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, আহমেদ প্যাটেল, সপা এবং সপা নেতা রাম গোপাল যাদবের নাম উল্লেখযোগ্য৷
বাংলাদেশ সময়: ১৫:৩৮:৫১ ২৭০ বার পঠিত