সিপিএ’র সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিপিএ’র সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শনিবার, ৪ নভেম্বর ২০১৭



---সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু প্রত্যাশিত কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)’র ৬৩তম সম্মেলনের ৫ম দিনে রবিবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণপ্লাজায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সিপিএ’র ৫২টি সদস্য দেশের জাতীয় ও প্রাদেশিক সংসদের ৫৬ জন স্পিকার, ২৩ জন ডেপুটি স্পিকারসহ ৬ শতাধিক সংসদ সদস্যসহ প্রায় দেড় হাজার প্রতিনিধি অংশগ্রহণ করবেন। তাদের নিরাপত্তায় গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনী। এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে বিমানবন্দর থেকে সংসদ ভবন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ও তার আশপাশের এলাকা। করা হয়েছে বর্ণাঢ্য আলোকসজ্জা।
সিপিএ সম্মেলন চলবে ৮ নভেম্বর পর্যন্ত। পহেলা নভেম্বর এই সম্মেলন শুরু হয়েছে। গত তিন দিনে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে সিপিএ স্মল ব্রাঞ্চের কনফারেন্স, কমনওয়েলথ ওম্যান পার্লামেন্টারীয়ানস (সিডব্লিউপি)’র ও সিপিএ’র নির্বাহী কমিটির বৈঠকসহ নানা কার্যক্রম চলেছে। সম্মেলনে আগত প্রতিনিধিরা সংসদ ভবনের পাশাপাশি বাংলাদেশের গার্মেন্টস খাত, নারীর ক্ষমতায়ন বিষয়ক কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিআইসিসিতে রোহিঙ্গা সংকট নিয়ে প্রতিনিধিদের উদ্দেশ্যে আনুষ্ঠানিক ব্রিফিং হবে। এরপর সম্মেলনের মূল অধিবেশনের পাশাপাশি ৮টি কর্মশালা অনুষ্ঠিত হবে। আগামী ৭ নভেম্বর সিপিএ নির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা রয়েছে।
এবিষয়ে জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী কালের কণ্ঠকে জানান, নানা ভয় ও শংকাকে উপেক্ষা করে বাংলাদেশ সক্ষমতার প্রমাণ দিতে পেরেছে। ইতোমধ্যে সম্মেলনের বেশকিছু পর্ব শেষ হলেও আজ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে সম্মেলনের প্রতিনিধিরা ঢাকায় পৌছেছেন। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের বিকাশ ও সুশাসন প্রতিষ্ঠায় এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ সম্মেলনে ৮টি নির্ধারিত বিষয়ভিত্তিক কর্মশালা ছাড়াও সেখানে ইয়থ রাউন্ডটেবিল ও উইমেন পার্লামেন্টারিয়ানদের বড় পরিসরে একটি সভা অনুষ্ঠিত হবে। যেখানে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে আলোচনা হবে। ইয়থ রাউন্ড টেবিলে তরুণ প্রজন্মের ১৮জন প্রতিনিধির সঙ্গে সংসদ সদস্যদের আলোচনা হবে। এই রাউন্ড টেবিলের সুপারিশগুলো পরবর্তীতে কর্মশালায়ও আলোচনা হবে। তিনি আরো বলেন, বিষিয়ভিত্তিক আলোচনার বিষয়গুলো হলো- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জলবায়ু পরিবর্তন, পার্লামেন্টারী প্র্যাকটিস এন্ড প্রসিডিউর এসব বিষয় নিয়ে কর্মশালাগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি কর্মশালা ও সভার সিদ্ধান্ত ও সুপারিশগুলো ৭ নভেম্বর সাধারণ অধিবেশনে উপস্থাপন করা হবে।
সংশ্লিষ্টরা জানান, সম্মেলনের মূল প্রতিপাদ্য- ‘কনটিনিউনিং টু এনহ্যান্স দ্য হাই স্ট্যান্ডার্ড অব পারফরমেন্স অব পার্লামেন্টারিয়ানস্’। এই সম্মেলনে সিপিএ’র ৫২টি সদস্য দেশের মধ্যে ৪৪টি দেশসহ প্রায় ১৪৪টি সিপিএ ব্রাঞ্চ অংশগ্রহণ করছে। সম্মেলনে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে বাংলাদেশের ৩১ সদস্যের প্রতিনিধিদল অংশ নিচ্ছে। ইতোমধ্যে সম্মেলনে অংশগ্রহণ ও প্রতিনিধিদলের সদস্যরা কে কোন বিষয়ে আলোচনা করবেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে আইপিইউয়ের সম্মেলনের মতো এখনো সক্রিয় থাকতে বলা হয়েছে। একাত্তর সালে বাংলাদেশের উপর পাকিস্তানী বাহিনীর গণহত্যা ও ইতিহাস বিকৃতি বিরুদ্ধে বিশ্বজনমত গড়ে তুলতে বাংলাদেশ প্রতিনিধি দল সক্রিয় থাকবে।
প্রতিনিধি দলের প্রধান মো. ফজলে রাব্বী মিয়া কালের কণ্ঠকে বলেন, সম্মেলনে নেতৃত্বের ভূমিকায় থাকবে বাংলাদেশ। আইপিইউ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে কোন এজেন্ডা না থাকলেও সর্বশেষ সেটাই প্রধান এজেন্ডা হয়ে উঠেছিলো। সেখানে এক হাজার ২৭ ভোটে বাংলাদেশের প্রস্তাব পাস হয়েছে। সেখানে মায়ানমার মাত্র ৪৭ ভোট পেয়েছে। এতে মায়ানমারের উপর নতুন চাপ সৃষ্টি হয়েছে। সিপিএ সম্মেলনেও রোহিঙ্গা সংকট নিরসনে বিশ^বাসী দৃষ্টি কাড়তে নানামূখী চেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
রোহিঙ্গা ইস্যুতে ব্রিফিং ॥ সিপিএ সম্মেলনে রোহিঙ্গা সংকট নিয়ে কোন নির্ধারিত এজেন্ডা না থাকলেও সদস্য দেশগুলোর ব্যাপক আগ্রহের মুখে এবিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং-এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার বেলা সাড়ে ৩টায় সম্মেলনে আগত প্রতিনিধিদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবিষয়ে ব্রিফিং করবেন। রোহিঙ্গাদের নাগরিক অধিকার নিশ্চিত করে নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে সংসদীয় কুটনীতিকে কাজে লাগাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি আরো জানান, ব্রিফিং-এ রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারের ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে তাদের কাছে সহযোগিতা ও সমর্থন চাওয়া হবে।
কঠোর নিরাপত্তা বেষ্টনী ॥ নিরাপত্তার অজুহাতে গত বছর সম্মেলন স্থগিত হয়েছিলো, ফলো নিরাপত্তা নিয়ে আগে থেকেই সতর্ক আয়োজকরা। সম্মেলনকে সামনে রেখে পুরো রাজধানীতে নিñিদ্র নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী ১০ হাজারেরও বেশী সদস্য এই নিরাপত্তা ব্যবস্থায় দায়িত্ব পালন করছে। চার স্তরের নিরাপত্তায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। একই সঙ্গে চলছে বিভিন্ন সংস্থার গোয়েন্দা নজরদারি। নিরাপত্তা ‘ছক’ এবং সব ধরনের কৌশল নেওয়া হয়েছে সতর্কতার সঙ্গে। সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সম্মেলন চলাকালে সংসদ ভবনে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর অভিজাত চারটি হোটেলে সিপিএ সদস্যভুক্ত রাষ্ট্রের সদস্যরা অবস্থান করবেন। সেখানেও সাদা পোশাকে সার্বক্ষণিক হোটেলে আসা-যাওয়া নাগরিকদের ওপর নজরদারি চলছে। এছাড়া সম্মেলন চলাকালে কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
বর্ণিল সাজে রাজধানী ॥ সিপিএ সম্মেলন উপলক্ষে বিমানবন্দর থেকে বিজয় সরণি পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ক এখন বাহারি সাজে সজ্জিত। বর্ণিল সাজে সেজেছে রাজধানীর ভিআইপি সড়ক। সংসদ ভবন ও বিআইসিসিতেও বর্ণাঢ্য আলোকসজ্জা করা হয়েছে। ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে তুলে ধরা হচ্ছে সিপিএ’র নানা কর্মকান্ড। ব্যানার ফেস্টুনে শোভা পাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর ছবি। সেখানে সংসদ ভবনসহ দেশের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহি অন্যান্য স্থাপনার ছবিও রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২৬:২০   ৪২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ