বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সংসদ সদস্য আবদুর রহমান বিশ্বাস-এর নামাযে জানাজা শনিবার জাতীয় সংসদের উত্তর প্লাজায় অনুষ্ঠিত হয়। তিনি শুক্রবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মরহুমের জানাজায় উপস্থিত হয়ে মরহুমের প্রতি শ্রদ্ধাঞ্জলি আর্পণ করেন প্রধানমন্ত্রীর পক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি, চীফ হুইপ ও হুইপবৃন্দের পক্ষে আ স ম ফিরোজ এমপি, বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় হুইপ মোঃ নূরুল ইসলাম ওমর এমপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সনের পক্ষে দলীয় নেতৃবৃন্দ।
মরহুমের জানাজায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শরিক হন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ৫ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন
বাংলাদেশ সময়: ২২:৪০:৩৬ ৩৮৭ বার পঠিত