সোমবার, ৫ ডিসেম্বর ২০২২

পেট্রোল বোমায় মানুষ হত্যার দুঃসহ স্মৃতি মানুষ ভোলেনি : শ ম রেজাউল করিম

প্রথম পাতা » ছবি গ্যালারী » পেট্রোল বোমায় মানুষ হত্যার দুঃসহ স্মৃতি মানুষ ভোলেনি : শ ম রেজাউল করিম
সোমবার, ৫ ডিসেম্বর ২০২২



পেট্রোল বোমায় মানুষ হত্যার দুঃসহ স্মৃতি মানুষ ভোলেনি : শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, পেট্রোল বোমা মেরে বিএনপি’র মানুষ হত্যা ও দগ্ধ করার দুঃসহনীয় স্মৃতি মানুষ আজও ভোলেনি। তাই ১০ ডিসেম্বর বিএনপি’র সমাবেশের কথা শুনে ঢাকাবাসী আতঙ্কগ্রস্থ হয়ে উঠেছে। তারা ভাবছে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার মহোৎসব বিএনপি আবার শুরু করবে কিনা?
মন্ত্রী আজ সোমবার তাঁর নির্বাচনী এলাকা নাজিরপুর উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে এক উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নাজিরপুরে ৭ কোটি টাকা বরাদ্দের ৫ তলা ভিতের একটি হাসপাতালের ১ম ও ২য় তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, অতীতের মত জনসাধারণের উপর অত্যাচার নির্যাতন করা হলে, বোমা মেরে গরুবাহী ট্রাকে গরু পুড়িয়ে হত্যা করলে, বাসে আগুন দিলে এদেশের শান্তিপ্রিয় জনগণই এর জবাব দেবে।
মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই হচ্ছে এদেশের স্বাধীনতা প্রিয় মানুষের আশা-আকাঙ্খার শেষ ভরসাস্থল। তাঁর বিষ্ময়কর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের ক্ষেত্রে বিশে^র একটি অনুকরণীয় রাষ্ট্রে পরিণত হয়েছে।
নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভা:প্রা:) শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু এর সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন সমাবেশে উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সম্পাদক ”ঞ্চল বিশ্বাষ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন খান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপস, জেলা আওয়ামী ওলামালীগের সভাপতি মো. ফারুক আবদুল্লাহ, জেলা শিক্ষক সমিতির সভাপতি সুখরঞ্জন বেপারী, শেখমাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০:২৫:০২   ১৯০ বার পঠিত