
ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় ইয়েন বাই প্রদেশে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি ঢাল থেকে নামার সময় উল্টে অন্তত ৭ জন নিহত হয়েছেন। ১৯ জন যাত্রী নিয়ে যাতায়াতকারী বাসটি একটি দাতব্য সংস্থার সদস্যদের বহন করছিল।
ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার (২৭ ডিসেম্বর) ২৯ সিটের বাসটি পাহাড়ি রাস্তা দিয়ে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং বিধ্বস্ত হয়।
স্থানীয় ফিন হো কমিউনিটির চেয়ারম্যান হোয়াং আন তুয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্রেক অকেজো হয়ে যাওয়ার কারণে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, সামরিক ইউনিট এবং স্থানীয় উদ্ধারকারী দল।
ফিন হো-এর চেয়ারম্যান আরও জানান, এখন পর্যন্ত দুর্ঘটনাকবলিত বাস থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন যাত্রী আটকে আছেন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভারি যন্ত্রপাতি ব্যবহার করে বাসটি কেটে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার কাজে স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের সাথে হাত মিলিয়েছেন।
ইয়েন বাই প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে পাহাড়ের দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকাজ পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬:১০:০৭ ৫ বার পঠিত